আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে শিক্ষার মানোন্নয়নে ৮০ বছর উদযাপন
সিলেট সমাচার
প্রকাশিত: ১১ মার্চ ২০২৩

‘উন্নয়নে শিক্ষার মান নবীন-প্রবীন-ঐকতান’ এই স্লোগানকে সামনে রেখে গোলাপগঞ্জের আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক, প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে শিক্ষার মানোন্নয়নে ৮০বছর উদযাপন করা হয়েছে।
শনিবার দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার মাধ্যমে বিদ্যালয়ের ৮০বছর উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবুন্দ। এসময় শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে কার্যক্রম শুরু করেন অতিথিরা।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার মানোন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিমের সভাপতিত্বে ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ সাইমুম আনজুম ইভানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও জালালাবাদ লিভার ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পূন:মিলনী মানেই এক উচ্ছাস ও আনন্দের নাম। আর এই বিদ্যালয়ের ৮০ বছর উদযাপনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতি যেন মিলন মেলায় পরিণত হয়েছে। তাদের আনন্দ উৎসবের বন্যায় ফিরিয়ে নিচ্ছে আমাদের শৈশবে। এরকম অনুষ্ঠান স্বরণ করিয়ে দেয় আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে।
তিনি বলেন আমাদের পূর্বসুরীরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন, তাদের সেই ত্যাগ স্বরণ রেখে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে হবে, যুগ যুগ ধরে তাদের সম্মান অক্ষুন্ন রাখা আমাদের দায়িত্ব। যারা অক্লান্ত পরিশ্রম করে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং যারা প্রতিষ্ঠানকে এতদুর নিয়ে এসেছেন তাদের এই অক্লান্ত শ্রম বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে। এতেই এগিয়ে যাবে প্রতিষ্ঠান, এগিয়ে যাবে দেশ।
প্রধান আলোচকের বক্তব্যে বিশিষ্ট গবেষক ও বিজ্ঞানী এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজি ও পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ বলেন, ঐতিহ্যের স্বাক্ষী হিসেবে শিক্ষাক্ষেত্রে অবদান রাখছে এই বিদ্যালয়। নতুন প্রযন্মদের উচিত ইতিহাসকে স্বাক্ষী রেখে এই ঐতিহ্যকে ধরে রাখা। শিক্ষা, ধার্মিকথা, মানসিকতা, মেধা ও মননশীলতার মাধ্যমে আমাদের প্রত্যেকটি ঐতিহ্য রক্ষনাবেক্ষণ করতে হবে।
অভিভাবকদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, বাঙালী জাতীয়তাবাদ রক্ষায় সন্তানদেরকে দেশপ্রেম ও সংস্কৃতিতে আকৃষ্ট করে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। দেশ ও সমাজের সম্পদ হিসেবে গড়ে তুলতে শিশুদেরকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে।
সভাপতির বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম বলেন, শুধু গুরুত্বপূর্ণ মানুষ নয় ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। এতেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও বাচ্চাদের যুগোপযোগী শিক্ষার মাধ্যমে তাদের প্রসার করতে হবে। এসময় তিনি শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন।
অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আব্দুস শহীদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য সিলেট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মো. আব্দুল মান্নান খান, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার, প্রাক্তন ছাত্র ও ফুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হানিফ খান।
শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন আতহারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক আব্দুস সামাদ।
প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি এমসি একাডেমির সাবেক অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী, প্রাক্তন ছাত্র দেলোয়ার হোসেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম, প্রবাসী এনামুল হক খান নেপা, জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক এড. দেলোয়ার হোসেন দিলু, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শুয়েব, প্রাক্তন ছাত্র সুজন আহমদ খান, তুহিন জোয়ারদার, হেতিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসির সভাপতি জাফরান জামিল, শিক্ষক রিবলু মিয়া, প্রভাষক এমদাদ আহমদ প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী নুসরাত আঞ্জুম নাবিলা, সপ্তম শ্রেণির ছাত্রী মাহফুজা হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ইমাদ আহমদ, গীতা পাঠ করেন ৬ষ্ট শ্রেণীর ছাত্রী পূজা চক্রবর্তী।
পরে বিদ্যালয়ের ১৯৯৭ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে নির্মিত শহীদ মিনারের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

- একটাকা বেশি রাখায় সিলেটে ১ হাজার টাকা জরিমানা
- নিত্যপণ্যের দাম কমিয়ে আনার চেষ্টা চলছে: পরিকল্পনামন্ত্রী
- সিলেটের মসজিদে মসজিদে তারাবির নামাজে মুসল্লির ঢল
- দুর্নীতিকে ঘৃণা করতে হবে: ওবায়দুল কাদের
- ‘ব্যাটারদের কষ্ট হবে, তাই উদযাপন করি না’
- ১০ কেজি গাঁজাসহ আটক তরিকুল কারাগারে
- ফেনীতে ঘরে ঘরে ইফতার পৌঁছে দিল ওমরাবাদ সমাজকল্যাণ সংস্থা
- একদিনেই বেড়ে গেল সোনার দাম
- গরুচোর চক্রের গুলিতে নির্মাণ শ্রমিক গুলিবিদ্ধ
- স্বপ্নকে পুঁজি করে যেভাবে লিমনকে ফাঁদে ফেলে আরাভ খান
- ঘরে মিলল স্ত্রী-সন্তানের মরদেহ, গাছে ঝুলে ছিলেন স্বামী
- চট্টগ্রাম ও উত্তর-পূর্ব ভারতে জাপানের বিনিয়োগ হাজার কোটি ডলার
- বাংলাদেশ-ভুটানের মধ্যে ট্রানজিট চুক্তি
- স্মার্ট বাংলাদেশ নিয়ে প্রচারে ডিসিদের চিঠি
- ১১ হাজার টাকা কমেছে হজের খরচ, বেড়েছে নিবন্ধনের সময়
- কূটনীতিকপাড়ায় ভোটের আলাপ জোরালো হচ্ছে
- জুনে স্পট মার্কেট থেকে কেনা হবে সর্বোচ্চ এলএনজি
- পাইপলাইনে ডিজেল ও আদানির বিদ্যুৎ আমদানি
- থার্ড টার্মিনালে বিশ্বমানের শাহজালাল
- ঠিকানা ছাড়া থাকবে না কেউ
- টক দেখলেই জিভে জল আসে কেন?
- বুদ্ধিমান পুরুষের খোঁজ করছেন এই তরুণী
- সাকিবের দুবাই কাণ্ড, যা বললেন পাপন
- মুরগির দাম কেজিতে ৩০-৪০ টাকা কমবে: ডিএনসিআরপি’র ডিজি
- আইরিশদের তুলোধুনো করে ১০ উইকেটে জিতল বাংলাদেশ
- হবিগঞ্জে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
- আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’
- এবার সিলেটের এবাদত ও তাসকিনের জোড়া আঘাত
- ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
- রমজান উপলক্ষে সিলেট পুলিশ কমিশনারের দিকনির্দেশনা
- প্যারাসিটামল খেয়ে বিপদ ডেকে আনছেন না তো?
- বিশ্বনাথে ‘আপন ঠিকানা’ পেল ৯ প্রতিবন্ধি পরিবার
- সাকিবের অভাব পূরণ করতে চান মিরাজ
- এই পাঁচ লক্ষণই প্রমাণ দেয় স্ত্রী আপনাকে কত ভালোবাসে
- বিশ্বনাথে ইফতার সামগ্রী ও অর্থ বিতরণ
- ১ মিনিটে সবচেয়ে বেশি মুরগির পা খেয়ে রেকর্ড!
- যে কারণে গ্রেফতার হলেন মাহিয়া মাহি
- লালাবাজারে পিকআপের ধাক্কায় আহতদের একজনের মৃত্যু
- স্ত্রীর গলা কেটে শবে বরাতের নামাজ আদায় করেন সিরাজুল
- ১০ বছরে ৯ সন্তানের জননী মার্কিন নারী
- প্রধান শিক্ষককে পেটালেন সহকারী শিক্ষক !
- ছাগলের গর্ভে মহিষের বাচ্চা!
- সিলেটে একদিনে দুই তরুণীর অস্বাভাবিক মৃত্যু
- নীল ছবির জগতে উপার্জন কীভাবে? কত টাকা আয় হয়
- বারো বছরে কারিগরি শিক্ষা ১৭ শতাংশ উন্নীত হয়েছে: শিক্ষামন্ত্রী
- ২০ জেলায় ঝড়ের পূর্বাভাস, শিলাবৃষ্টির শঙ্কা
- দুবাইয়ে নিহত জসিমের পরিবারকে অনুদান
- সিলেটে তদবির ছাড়া ১৩১ তরুণ-তরুণী পেলেন পুলিশের চাকরি
- সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনা, দু’জন আশঙ্কাজনক
- চলন্ত গাড়িতে কেমনে এলো বিষাক্ত সাপ!
