• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১০ ১৪২৯

  • || ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’  দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে : পরিকল্পনামন্ত্রী
১৭৭

লালাবাজারে পিকআপের ধাক্কায় আহতদের একজনের মৃত্যু 

সিলেট সমাচার

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩  

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় দু’জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। অপরজনের চিকিৎসা চলছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থাও আশঙ্কাজনক।

নিহতের নাম লতিফ। বাড়ি ওসমানীনগর থানার ওমরপুর ইউনিয়নে। আহত অবস্থায় দক্ষিণ সুরমার নর্থইস্ট মেডিকেল কলেজে ভর্তি করার পর তার মৃত্যু হয় বলে জানিয়েছেন তাদের স্বজনরা। অপর আহতের নাম নুরুল ইসলাম। তিনি চৌকিদেখী মসজিদ গলির আতিকুর রহমানের ছেলে।

আজ মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট-ঢাকা মহাসড়কের লালাবাজার এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে লতিফ ও নুরুল ছিটকে পড়ে মারাত্মক আহত হন।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে লতিফকে নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলেন। দুর্ঘটনার জন্য দায়ী পিকআপটিকে আটক করেছেন এলাকাবাসী।

সিলেট সমাচার
সিলেট সমাচার