• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৯ ১৪২৯

  • || ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’  দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে : পরিকল্পনামন্ত্রী
৭৫

সুরমায় অবৈধভাবে বালু উত্তোলন, আশ্রয়ণ প্রকল্প হুমকিরমুখে

সিলেট সমাচার

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩  

বিয়ানীবাজার ও কানাইঘাটের মধ্যবর্তীস্থানে সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকিরমুখে পড়েছে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্প।বিষয়টি সিলেটের জেলা প্রশাসককে অবহিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. রফিকুল ইসলাম রনি।

১৪ ফেব্রুয়ারি জেলা প্রশাসক কার্যালয়ে (স্মারক নং- ১৬৬৬) দেয়া অভিযোগপত্রে উল্লেখ করা হয়- ‍‘বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের শিকারপুর ও কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের গাছবাড়ী বাজার এলাকায় সুরমা নদীর মাঝখান থেকে দীর্ঘদিন ধরে দিন ও রাতে একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে।উভয় উপজেলার নির্বাহী কর্মকর্তাদ্বয়কে বিষয়টি অবহিত করলেও বালু উত্তোলন বন্ধ হয়নি।উল্টো বলা হয় ইজারাকৃত জায়গা থেকে বালু উত্তোলন করা হচ্ছে। কিন্তু তাদের দেয়া তথ্য সঠিক নয়।যে স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে তা ইজারাকৃত মহাল থেকে প্রায় দুই কিলোমিটার দূরে।পাশেই রয়েছে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণ প্রকল্প।

তাই বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে শিকারপুর এলাকা ও প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প ধ্বংস থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সবিনয় অনুরোধ করা হলো।’

জেলা প্রশাসক বরাবরে দাখিলকৃত এই অভিযোগপত্রে 'জরুরিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ' জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদও।

এছাড়া এই অভিযোগপত্রে স্বাক্ষর করেছেন চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাহমুদ আলী ও মনজুরুল আলম, চারখাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আয়নুল হক, সাধারণ সম্পাদক মো. ইকবাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. মুজিবুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, সহ দপ্তর সম্পাদক আবদুল হামিদ, সিলেট মহানগর আওয়ামী লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জিয়াব আহমদ তাপাদার, চারখাই ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য (মেম্বার) সিদ্দিকুর রহমান।

সিলেট সমাচার
সিলেট সমাচার