• শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৭ ১৪২৯

  • || ০৯ রমজান ১৪৪৪

সর্বশেষ:
সিলেটে বাবা-মা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড সিলেট পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত চতুর্থ মেয়াদে নির্বাচিত হবেন শেখ হাসিনা, ব্লুমবার্গের ইঙ্গিত দক্ষিণ সুরমায় বিষপানে ছাত্রীর মৃত্যু সিলেট জালালাবাদ গ্যাসের নতুন এমডি মনজুর আহমদ সুনামগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড মাধবপুরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু
৭০

সিলেটে ভারতীয় চোরাই চিনিসহ কারবারি গ্রেফতার

সিলেট সমাচার

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

সিলেটে শুল্ক ও কর ফাঁকি দেওয়া ভারতীয় চিনিসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

মহানগরের কোতোয়ালি থানাধীন এলাকা থেকে শনিবার (২৮ জানুয়ারি) সকালে দেলোয়ার হোসেন (৩৫) নামের এই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

দোলোয়ার সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার পূর্ব লক্ষী প্রসাদ এলাকার নূর উদ্দিনের ছেলে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম জানান, শুল্ক ও কর ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে ১৮৫০ কেজি চিনি নিয়ে এসেছিলেন দোলোয়ার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।  

তিনি আরও জানান- প্রাথমিক জিজ্ঞাসাবাদে দেলোয়ার চোরাচালান কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।

গ্রেফতারের পর মামলা দায়েরপূর্বক তাকে কোতয়ালি থানায় হস্তান্তর করে র‍্যাব।

 

সিলেট সমাচার
সিলেট সমাচার