ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৪৭

গোয়াইনঘাটে সোনালি ধানের ঝলকে কৃষকের মুখে হাসি

সিলেট সমাচার

প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২  

সিলেটের গোয়াইনঘাটের ফসলের মাঠ জুড়ে মৌ মৌ গন্ধ। সোনালী ফসলে ভরে উঠেছে মাঠের পর মাঠ। গোয়াইনঘাট উপজেলা জুড়ে সব-কটি ইউনিয়নেই এবার আমনের বাম্পার ফলন হয়েছে। সর্বত্র সোনালী হলদের সারি সারি ক্ষেতের পাকা ধান কাটার ধুম পড়েছে। কোথাও কোথাও জারি, বাউল আর পালা গানের সুরে কাটা হচ্ছে সোনালী ফসল।

ধান কাটা শ্রমিকের গান আর ক্ষেতের আলে বসে ভাত খাওয়ার দৃশ্যও চোখে পড়ার মতো। কৃষক পরিবারের সকল নারীরা ব্যতিব্যস্ত খলা আর ঘরের ভেতর গোলা তৈরিতে। কোন কোন স্থানে খলায় গরু ও সড়কের উপর ধান মাড়াইও চলছে সমান তালে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গোয়াইনঘাটে এবার আমনের লক্ষ্য মাত্রা ছিলো ১৫ হাজার ২ শত ৭০ হেক্টর আমন ধান। কিন্তু করোনা আর ইতিহাসের প্রলয়ঙ্করী ভয়াবহ বন্যায় বিপর্যস্ত গোয়াইনঘাটের সব শ্রেণীর কৃষক, নিজেদের জমি আছে এমন অগণিত মধ্যবিত্ত পরিবারের সদস্যরা রোপণ করেছেন লক্ষ মাত্রার চেয়ে বেশি আমন ধান রোপণ করেছেন। 

উপজেলা কৃষি অফিস সূত্র জানায় রোপিত জমি থেকে ১৭ হাজার ২শত ৩০ হেক্টর আমন ধান এবং হেক্টর প্রতি ৫-৬ টন চাল অর্জন হতে পারে। বি আর ৫১, ৫২, ২১, ২২ বিনা ধান ৭ ও ১৭ জাতের আমন ধান গোয়াইনঘাটের মাটি ও আবহাওয়া উপযোগী বলে অত্রাঞ্চলে এসব জাতের আমন ধানের ফলন ভালো হয়ে থাকে বলে জানায় উপজেলা কৃষি অফিস।

গোয়াইনঘাটের গোয়াইন গ্রামের কৃষক সুবাস চন্দ্র পাল ছানা জানান, এবার গোয়াইনঘাট জুড়ে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। উপজেলা সদর কিংবা সুদূর প্রত্যন্ত অঞ্চলেও মাঠের পর মাঠ জুড়ে পাকা আমন ধানের চিত্র। মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে সর্বত্র। সোনালী ফসলে ভরে উঠা মাঠগুলোতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাড়িতে বাড়িতে চলছে খলা আর ধান সংগ্রহের প্রস্তুতি। আমার ধারণা গোয়াইনঘাটে এবার ২০ হাজার হেক্টরেরও বেশি জমি আমন ধান রোপণ করেছেন কৃষকরা। ফলনও হয়েছে বাম্পার। কৃষকের মুখে সোনালী হাসি যেন নতুন ধান ঘরে তুলার আনন্দের সারথি হয়ে আবির্ভূত হয়েছে।

গোয়াইনঘাটের উপজেলা কৃষি অফিসার রায়হান পারভেজ রনি বলেন, গোয়াইনঘাটে এবার আমনের বাম্পার ফলন হয়েছে, উপজেলা কৃষি অফিসের এবারের আমন লক্ষ মাত্রা ছিলো ১৫ হাজার ২ শত ৭০ হেক্টর, তবে বিভিন্ন স্থানে কৃষকরা এরচেয়েও বেশি আমন ধান রোপণ করেছেন। সর্বত্র কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিয়ে আমাদের কৃষি বিভাগ পাশে ছিলো।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, গোয়াইনঘাট জুড়ে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। লক্ষ মাত্রার চেয়েও বেশি আমন ধান ঘরে তুলা হবে বলে ধারণা। প্রধানমন্ত্রীর ঘোষিত দেশের কোথাও এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে এমন নির্দেশনা শতভাগ পালনে গোয়াইনঘাটের উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে কৃষক পরিবারসহ জমি আছে এমন সকল পরিবারকেও কৃষিতে উদ্বুদ্ধ করা হয়। কৃষকদের সব ধরনের সার, বীজসহ জরুরি প্রনোদনাসহ কৃষকদের কল্যাণে সরকারের সকল সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। 

সিলেট সমাচার
সিলেট সমাচার