ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৭১

আসছে গোলাপগঞ্জ ছাত্রলীগের কমিটি, উৎসবের আমেজ

সিলেট সমাচার

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২২  

ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গোলাপগঞ্জ পৌরশহরসহ গুরুত্বপূর্ণ প্রায় সব এলাকা। সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ। দীর্ঘ প্রায় দেড় যুগ পর আসছে গোলাপগঞ্জ ছাত্রলীগের কমিটি। এতে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।  

শনিবার গোলাপগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা, পৌরসভা ও ঢাকাদক্ষিণ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত গ্রহণ করা হবে। এতে উপজেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বাগত জানিয়ে পৌরশহরের বিভিন্ন এলাকায় টানানো হয়েছে ব্যানার ফেস্টুন।

জানা যায়, প্রায় দেড় যুগ থেকে কমিটি না থাকায় বিভিন্ন গ্রুপ উপগ্রুপে বিভক্ত হয়ে পড়েছে গোলাপগঞ্জ উপজেলা, পৌর ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রলীগ।

সর্বশেষ ২০০৫ সালে সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করেছিলো গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। খায়রুল হককে সভাপতি ও রুহিন আহমদ খানকে সাধারণ সম্পাদক করে গঠিত হয়েছিল সেই কমিটি। পরবর্তীতে ২০০৭ সালে রুহিন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করতে সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেন। আর তাই নতুন সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেন এম.এ ওয়াদুদ এমরুল।

২০০৫ সালের সেই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর থেকে ২০২২ সাল পর্যন্ত প্রায় দেড় যুগ চললেও নতুন নেতৃত্বের মুখ দেখেনি গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগ। ছাত্রলীগের অনেক কর্মী বিনা পরিচয়ে ছাত্রত্ব শেষ করে যুবলীগ, আওয়ামী লীগে যোগ দিলেও দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে কোনো পরিচয় না পাওয়ার আক্ষেপের আগুনে এখনো পুড়ছেন তারা।

সিলেট জেলা ছাত্রলীগ সম্প্রতি গোলাপগঞ্জ উপজেলা, পৌরসভা ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গোলাপগঞ্জ উপজেলা, পৌরসভা ও ঢাকাদক্ষিণ সরকারী কলেজ শাখার নতুন কমিটিতে সভাপতি, সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদপ্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আগামী শনিবার বিকাল ৩টায় গোলাপগঞ্জ পৌরসভা সংলগ্ন মাঠে সংগ্রহ করা হবে। পদগুলোতে আগ্রহীদের যথাসময়ে উপস্থিত হয়ে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের নিকট জীবন বৃত্তান্ত জমা দিতে হবে।

এমন উদ্যোগের কারণে জেলা ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইতিমধ্যে একাধিক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

গোলাপগঞ্জ চৌমুহনীতে সরজমিনে দেখা যায়, সকাল থেকে রাত পর্যন্ত ছাত্রলীগের বিভিন্ন বলয়ের নেতাকর্মীরা উপজেলা সদরে দলবেঁধে আসছেন। তাদের পদচারণয় মুখরিত গোলাপগঞ্জ চৌমুহনী সংলগ্ন এলাকা। ঐতিহ্যবাহী এ উপজেলা ছাত্রলীগের পদপ্রত্যাশী ও তাদের সমর্থকদের এখন একটাই আলোচনার বিষয়, নেতা হওয়ার দৌড়ে কারা এগিয়ে আছেন? কোন বলয় থেকে নেতা আসার সম্ভাবনা বেশি? কে কোন পদ পাচ্ছেন ইত্যাদি।  

এদিকে যোগ্য ব্যক্তিদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করার জন সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি অনুরোধ জানিয়েছেন তৃলমূল ছাত্রলীগ নেতাকর্মীরা।  

সার্বিক বিষয়ে আলাপকালে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল হোসেন বলেন, প্রায় বিশ বছর ধরে গোলাপগঞ্জের বিভিন্ন ইউনিটে ছাত্রলীগ কমিটিবিহীন। অথচ এটি একটি ঐতিহ্যবাহী উপজেলা। আমরা এই উপজেলার ছাত্রলীগকে আরও বেশি সংগঠিত করতে উদ্যোগ নিয়েছি। কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছি। শনিবার সিভি সংগ্রহ করা হবে এবং যতদ্রুত সম্ভব আমরা গ্রহণযোগ্য কমিটি দেয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি।  

প্রায় একই কথা বলেছেন সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ। তিনি বলেন, একটা গ্রহণযোগ্য কমিটি গঠনের মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলা পৌর ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগকে আরও সক্রিয় করতে আমরা কাজ করছি। এতে নেতাকর্মীদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।  

তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে পরামর্শ করে আমরা কমিটি গঠন করব। 

সিলেট সমাচার
সিলেট সমাচার