মৌলভীবাজার : যেখানে শামুকখোল পাখির ডাকে ঘুম ভাঙে
সিলেট সমাচার
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২

বেশ দূর থেকেই পাখির ডাক ভেসে আসছিল। কাছে যেতেই নিশ্চিত হওয়া গেছে, এটা শামুকখোলের ডাক। কুয়াশামাখা সকালে গাছের ডালে বসে, ডোবার মধ্যে দাঁড়িয়ে থেকে তাদের এই ডাকাডাকি চলছে। প্রায় ছয়-সাত বছর ধরে শীত এলেই গ্রামের পিঠাপিঠি স্থানটির কিছু গাছ ও ডোবাকে আশ্রয় করে তাদের এই শীতযাপন চলে।
গ্রামবাসীর কাছেও এই দৃশ্য আর দশটা বিষয়ের মতোই পরিচিত। কেউ ইচ্ছা হলে তাকান, একটু থমকে দাঁড়ান। না হয় নিজের কাজে মন দেন। মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা গ্রামের মনু নদ সেচ প্রকল্পের খালের পাড়ের কিছু গাছ এবং খালের পাশের ডোবা-ঝোপই এই শামুকখোলের আনন্দযাপনের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে।
গতকাল বুধবার সকাল সাতটার দিকে সদর উপজেলার চাঁদনীঘাট-নতুন ব্রিজ সড়কের একাটুনা বাজার পার হতেই পাখির ডাক কানে আসে। কাছাকাছি হতেই চোখে পড়ে একাটুনা গ্রামের উত্তর পাশের মাঠ, জলাভূমি এবং মনু নদ প্রকল্পের সেচ খালের পাড়ে কিছু গাছের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে আছে অর্ধ শতাধিক শামুকখোল পাখি। কিছু পাখি মাঝারি উচ্চতার রেইন-ট্রি, কদম ও বুনো গাছের চূড়ায় বসে আছে। কিছু খালের পাশের ডোবা জমির লম্বা ঘাস ও কচুরিপানার ঝোপে, কাদা জমিতে দাঁড়িয়ে। কিছু পাখি এদিক-ওদিক ছুটে খাদ্য খুঁটছে। কখনো জলাভূমি থেকে উড়াল দিয়ে গিয়ে গাছে বসছে। কিছু সময় পর আবার গাছ থেকে মাঠের জলাভূমিতে নেমে আসছে। সঙ্গে আছে সাদা ও খয়েরি-ধূসর বক, শালিক, ঘুঘু, হট্টিটিসহ আরও কিছু পাখি।
পাখিদের দখল-সত্ত্বের স্থানটির পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে গ্রামের বাড়িঘর, একাটুনা বাজার। উত্তর দিকে প্রশস্ত ধানের মাঠ। সকালবেলা ঘুরতে বের হওয়া একাটুনা গ্রামের মো. ইমরান আহমদ প্রথম আলোকে বলেন, ‘চার-পাঁচ বছর আগেও কেউ কেউ পাখি শিকার করত। নিষেধ করার পর এখন আর কেউ শিকার করে না। শিকার করলে পাখিরা এখানে আসত না। সারা দিনই এখানে পাখি থাকে। কেউ তাদের বিরক্ত করে না। আশপাশের অনেক বাড়িতেও গিয়ে বসে। আমাদের বাড়ির শিমুল গাছে বছর দুয়েক আগেও থাকত। এরা প্রতিবেশীর মতো হয়ে গেছে। শীতকাল এলেই চলে আসে। বর্ষা শুরু হলেই চলে যায়।’
পরিবেশকর্মী রাজন আহমদ বলেন, ‘কিছুদিন থেকে শামুকখোলের দলটিকে দেখছি। অনেক পাখি। কখনো মাঠের দিকে উড়ে যায়। কখনো গাছে বসে থাকে। খুবই ভালো লাগে। পাখিরা যাতে নিরাপদ থাকে, সেই দিকে খেয়াল রাখা দরকার।’ সদর উপজেলার একাটুনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আবু সুফিয়ান বলেন, ‘এখানে পাখি শিকার বন্ধ। কেউ পাখি শিকার করে না।’
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, এশীয় শামুকখোল এই দেশে আর পরিযায়ী পাখি না। স্থানীয় পাখিই। পরিবেশ কিছুটা অনুকূলে থাকায় সারা দেশের আনাচকানাচ জলাভূমির আশপাশে পাখিটিকে দেখা যায়। এরা ঝাঁক বেঁধে চলে। এশীয় শামুকখোল আকারে বেশ বড়সড় জলচর পাখি। এর দৈর্ঘ্য কমবেশি ৮১ সেন্টিমিটার, ডানা ৪০ সেন্টিমিটার, ঠোঁট ১৫ দশমিক ৫ সেন্টিমিটার, লেজ ২০ সেন্টিমিটার ও পা ১৪ দশমিক ৫ সেন্টিমিটার। প্রজননকালে প্রাপ্তবয়স্ক পাখির দেহ একদম সাদা দেখায়। কাঁধ-ঢাকনি, ডানার প্রান্ত-পালক, মধ্য পালক ও লেজ সবুজাভ কালো। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রকৃতি সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন) পাখিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত হিসেবে তালিকাভুক্ত করেছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমি স্থানটি দেখে আসব। স্থানীয়ভাবে মানুষকে পাখিগুলো সংরক্ষণে সতর্ক করার পাশাপাশি সেখানে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপনসহ যা কিছু করা দরকার, তা করা হবে।’

- ‘সফল আক্রমণের গোলাবারুদ নেই রাশিয়ার’
- প্রধানমন্ত্রীর হাতে এইচএসসির ফল হস্তান্তর
- ক্রিকেটকে বিদায় বলে দিলেন কামরান আকমল
- রাশিয়ার হামলায় বর্তমান যে পরিস্থিতির মুখে ইউক্রেন
- এইচএসসি-সমমানের পরীক্ষার ফল প্রকাশ
- তুরস্ক-সিরিয়ার জন্য প্রার্থনায় বলিউডের তারকারা
- পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট করতে নতুন শর্ত
- বিদেশি বিনিয়োগে সরকার খুবই আন্তরিক: বাণিজ্যমন্ত্রী
- বড় শাস্তির মুখে ম্যানসিটি
- নতুন ফোন কিনেই হারালেন কোহলি
- ফের সাফের ফাইনালে বাংলাদেশ
- লিটন-সাকিবদের আইপিএল খেলার বিষয়ে যা জানা গেল
- বরিশালকে হারিয়ে কুমিল্লার টানা অষ্টম জয়
- নগরীতে ‘মিশন চত্বরের’ উদ্বোধন
- রাখির স্বামী গ্রেফতার
- সিলেটসহ বিজেসির ৬৪ ভাগ জমি বেদখলে রয়েছে
- মায়ের মৃত্যুতে স্বামীকে দায়ী করলেন রাখি
- দশ দেশের শতাধিক পদের খাবার নিয়ে বিয়ের পিঁড়িতে সিদ্ধার্থ-কিয়ারা
- স্বামীর ঘরে ফিরলেন অভিনেত্রী সারিকা
- তুরস্কে ৪০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ৯ মাসের অন্তঃসত্ত্বা উদ্ধার
- যে দেশে `লাল কালি` দিয়ে লিখলেই চরম বিপদ!
- স্ত্রীর যেসব অভ্যাসে মেজাজ খারাপ হয় স্বামীর
- সারা বিশ্বে প্রোপোজ ডে পালিত হয় যে কারণে
- পাকিস্তানে সংঘর্ষের পর খাদে বাস-প্রাইভেটকার, নিহত ২১
- বিশ্বে করোনায় আরও আক্রান্ত ১ লাখ ৩৪ হাজার
- তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে মৃত্যু ছাড়াল ৮ হাজার
- এইচএসসির ফল প্রকাশ আজ, সহজে জানা যাবে যেভাবে
- রোজ ডে : যে গোলাপের দাম ১৪৪ কোটি টাকা
- শিবিরের ৮ নেতাকর্মী আটক, জেল হাজতে প্রেরণ
- মারা গেলেন সিসিকের লাইসেন্স ইন্সপেক্টর ফখরুল ইসলামের পিতা
- জোড়া লেগেছে সম্পর্ক, পরীর কথা শুনছেন রাজ
- দক্ষিণ সুরমায় পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- আবারও পেছাল কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ
- সাড়ে ছয় বছরের চুক্তিতে নটিংহ্যামে ব্রাজিলিয়ান তারকা
- ৬১০ যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে দুই পর্যটকবাহী জাহাজ
- জগন্নাথপুরে কথামৃত পাঠচক্রের ৯ম বর্ষপূর্তি উৎসব পালিত
- স্মার্ট সিটি গড়তে আনোয়ারুজ্জমান চৌধুরী কাজ করছেন : নাদেল
- নতুন নেতৃত্বে বিশ্বনাথ উপজেলা পরিবহন শ্রমিক ঐক্য জোট
- বাসর ঘর থেকে যা বললেন পূজা
- গলা ব্যথা সারানোর কার্যকরী ৫ ঘরোয়া উপায়
- খাঁটি গুড় চেনার উপায়গুলো জেনে নিন
- শীতে স্বাস্থ্যের জন্য আশীর্বাদ ভেষজ চা
- নার্সিং কলেজের ৮ম কার্যকরী পরিষদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বিএনএ’
- বঙ্গবন্ধু সকল সম্প্রদায়ের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেছেন
- হিমশীতল রাতে উষ্ণতা ছড়াচ্ছেন জয়া
- স্মার্টফোন হ্যাক হলে পাঁচটি লক্ষণ দেখা দেয়, জেনে নিন
- লক্ষ্য এখন স্মার্ট জাতি গড়া: প্রধানমন্ত্রী
- ২৪ ঘণ্টার মধ্যেই পুরোপুরি বিদ্যুৎ ফিরল পাকিস্তানে
- অডিশনের কথা বলে ডেকে নিয়ে অভিনেত্রীকে ধর্ষণ
- ইরানে আরও ৩ বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড
