• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের মৃত্যু : পরিবেশমন্ত্রীর শোক যুক্তরাষ্ট্র আরও স্যাংশন দিতে পারে: প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ চোরাকারবারি আটক আসন্ন বিশ্বকাপে যে দলকে চ্যাম্পিয়ন মনে করছেন গাভাস্কার শুরু হলো পঞ্চম সিলেট চলচ্চিত্র উৎসব খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার: আইনমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাঙালির বিশ্ব জয়ের সারথি: ফজিলাতুন নেসা ইন্দিরা
১২৬

ওসমানীনগরে বাসচাপায় জগন্নাথপুরের হেকিম নিহত

সিলেট সমাচার

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২  

সিলেটের ওসমানীনগর উপজেলার বেগমপুরে যাত্রীবাহী একটি বাসের চাপায় হেকিম আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐহারকোণা গ্রামের ফুরকান আলীর ছেলে। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ওসমানীনগরের বেগমপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার এসআই শাহজাহান।

তিনি বলেন- ‘সন্ধ্যায় সড়ক পারাপারের সময় মিতালী পরিবহন নামের একটি যাত্রীবাহী পথচারী হেকিম আলীকে চাপা দেয়। তিনি ঘটনাস্থলে মারা মারা গেছেন। খবর পেয়ে আমরা লাশ ও দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে থানায় নিয়ে আসি। বর্তমানে থানায় মরদেহ ও বাস রয়েছে।’

তিনি আরও বলেন- ‘নিহত হেকিম আলীর পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা থানায় চলে আসছেন। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেট সমাচার
সিলেট সমাচার