• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৩ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস মিথিলাকে নতুন রূপে তুলে ধরবে ‘মেঘলা’ শত বর্ষ পরে বই ফেরত এলো গ্রন্থাগারে বৃদ্ধকে ২৫০ বারেরও বেশি কামড়ালো হাজার খানেক মৌমাছি! বিদেশ থেকে সোনা আনতে খরচ বাড়ছে
৫০

গোয়াইনঘাটে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সমাচার

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২  

গোয়াইনঘাট উপজেলা  পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরী  বলেছেন, ‘দেশের গণতন্ত্র ও  জনগণের অধিকার আদায়, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি ও সারাদেশে গুম হত্যা নির্যাতনের প্রতিবাদে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবিতে আগাামী ১৯ নভেম্বর শনিবার সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশ সফল করতে গোয়াইনঘাট উপজেলার সাধারণ জনগনকে সাথে নিয়ে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে গণসমাবেশে যোগ দিতে হবে। ’

আজ মঙ্গলবার দুপুরে বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের পরিচালনায় উক্ত মতিবিনিময় সভায় বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল মতিন,যুগ্ম সম্পাদকও উপজেলা কৃষক দলের আহবায়ক মাহবুব আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব জিয়া উদ্দিনসহ  উপজেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সিলেট সমাচার
সিলেট সমাচার