ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৪৯

সিসি ক্যামেরার আওতায় গোয়াইনঘাটের পূজামণ্ডপ

সিলেট সমাচার

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২  

 সিলেটের গোয়াইনঘাটে ৩৬টি মন্দিরের পূজামন্ডপে প্রথমবারের মত ১৩টি মণ্ডপে সার্বক্ষনিক নিরাপত্তায় পুলিশের উদ্যোগ স্থাপিত হয়েছে সিসি টিভি। এডিপির খাত থেকে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে ১২টি এবং জেলা পুলিশের পক্ষ থেকে গোয়াইনঘাটের সর্ববৃহৎ পূজামণ্ডপে গোয়াইনঘাট শিববাড়ী মন্দিরে ১টি সিসি ক্যামেরা স্থাপিত হয়েছে। নাইট ভিশন মুডের এসব সিসি টিভির দ্বারা সার্বক্ষনিক পূন্যার্থিদের আনাগোনার পাশাপাশি কেউ যদি কোন ধরনের নাশকতার চেষ্টা করে তাকে দ্রুত সনাক্ত করা যাবে।

পুলিশের তরফে এমন মহতি উদ্যোগ গ্রহণ করায় থানার অফিসার ইনচার্জ কেএম. নজরুলের প্রশংসা করছেন সনাতন ধর্মালম্বী সর্বস্তরের মানুষজনসহ উপজেলার সুশীল সমাজের প্রতিনিধিরা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুভাস চন্দ্র পাল ছানা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের গোয়াইনঘাটে শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মালম্বীদের সর্ব বৃহৎ অনুষ্ঠান দুর্গাপূজা আয়োজনে আমাদের সহযোগিতা করতে প্রশাসন এবং পুলিশ বিভাগ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোপূর্বে আমাদের সাথে পৃথক বৈঠকও অনুষ্ঠিত হয়। এবারের দুর্গাপূজা আয়োজনে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি গোয়াইনঘাট পুলিশ বিভাগ, জেলা পুলিশের নির্দেশনায় ৩৬টি পূজা মণ্ডপের মধ্যে ১৩টিতে সিসি টিভি স্থাপন করে একটি ভালো এবং প্রশংসনীয় নজির গড়েছেন।

এজন্য জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ্ আল মামুন এবং গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম, নজরুলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক দিপন দাস (ডিকে দাস) জানান, গোয়াইনঘাটের পূজামণ্ডপগুলোতে পুলিশ বিভাগের উদ্যোগে সিসি টিভি সংযোজন একটি ইতিবাচক এবং প্রশংসনীয় উদ্যোগ। বাংলাদেশ হিন্দু পরিষদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে আমি সংশ্লিষ্টদের অভিবাদন জানাচ্ছি এমন উদ্যোগ নেওয়ায়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সংসদ সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার জানান, সনাতন ধর্মালম্বী ভাই-বোনদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দূর্গা পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রক্ষার্থে সিসি টিভি স্থাপন একটি অনন্য দৃষ্টান্ত। সংশ্লিষ্ট সবাইকে আমরা উপজেলা বাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাই।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল জানান, গোয়াইনঘাট থানায় যোগদানের পরই থানার আইনশৃঙ্খলা রক্ষার্থে সকল ভালো উদ্যোগকে সামনে নিয়ে আসি। ইতোপূর্বে গোয়াইনঘাটে জনগরুত্বপূর্ণ হাট বাজারসহ বিভিন্ন পয়েন্টে সিসি টিভি সংযোজন করেছি। অপরাধ, নাশকতা দমনে এবার জেলা পুলিশ সুপারের নির্দেশে গোয়াইনঘাটের

পূজামণ্ডপগুলোকে সিসি টিভির আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছি। ইতোপূর্বে তা সম্পন্ন  হয়েছে। সকলের সহযোগিতায় মাদক, চুরি, ডাকাতি,  ছিনতাই, চোরাচালানসহ একটি অপরাধমুক্ত গোয়াইনঘাট গঠনে কাজ করছি। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। পুলিশ বিভাগের তরফে অপরাধ দমনে জিরো ট্রলারেন্স নীতি সব সময় বলবৎ থাকবে।

সিলেট সমাচার
সিলেট সমাচার