ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৬৫

এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন করতে পারে নি সিলেট জেলা বিএনপি

সিলেট সমাচার

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২  

নাটকীয়তার পর দীর্ঘদিন পর হয়েছিল সিলেট জেলা বিএনপির সম্মেলন। সেই সম্মেলনে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নেতৃত্বে আসেন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এরপর পেরিয়ে গেছে প্রায় ছয় মাস। কিন্তু এখনও পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন হয়নি। এই পরিস্থিতিতে পদপ্রত্যাশীরা বলছেন, তাদেরকে হতাশা ঘিরে ধরছে। দায়িত্বশীলদের সমালোচনাও শোনা গেছে তাদের মুখে।

তবে দায়িত্বশীলরা বলছেন, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি আসছে।

বিএনপি সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে সিলেট জেলা বিএনপির সম্মেলন হয়।  এতে কাউন্সিলরদের ভোটে আবুল কাহের চৌধুরী শামীম সভাপতি ও আলী আহমদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এই কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ২০১৯ সালের ২ অক্টোবর কেন্দ্র থেকে আহ্বায়ক কমিটি দেওয়া হয়। কামরুল হুদা জায়গীরদারকে করা হয় আহ্বায়ক। তিন মাসের মধ্যে এই কমিটিকে সম্মেলন আয়োজনের নির্দেশনা দিয়েছিল কেন্দ্র। কিন্তু সেই কমিটি সম্মেলন আয়োজনে প্রায় আড়াই বছর লাগিয়ে দেয়।

চলতি বছরের ২৮ মার্চ সিলেট জেলা বিএনপির সম্মেলনের তারিখ ধার্য্য ছিল। কিন্তু ঠিক একদিন আগে সেই সম্মেলন স্থগিত করা হয় কেন্দ্রের নির্দেশে। তবে একদিন পরেই (২৯ মার্চ) আবার সেই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের ভোটগ্রহণ করা হয়। ভোটের মাধ্যমে সভাপতি পদে ৮৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন আবদুল কাইয়ুম চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কাহের চৌধুরী শামীম পান ৬৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে এডভোকেট এমরান আহমদ চৌধুরী পান ৭৯৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আলী আহমদ ৫৭৩ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ ৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবুর রহমান পেয়েছিলেন ৪৬৪ ভোট।

বিএনপি নেতা-কর্মীরা বলছেন, সম্মেলনের পর নির্বাচিতদের দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছিল কেন্দ্র। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও এখন অবধি কমিটি পূর্ণাঙ্গ হয়নি।

এখন অবধি পূর্ণাঙ্গ কমিটির কোনো খসড়াও প্রস্তুত করা হয়নি বলে জানিয়েছেন তারা।

এদিকে, জেলা বিএনপির পদপ্রত্যাশী নেতাদের এখন হতাশা ঘিরে ধরছে। অনেকের মধ্যে আছে ক্ষোভও।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আগে আমাদের অপেক্ষা ছিল সম্মেলনের জন্য। এখন অপেক্ষা করতে হচ্ছে পূর্ণাঙ্গ কমিটির জন্য। অপেক্ষা করতে করতে হতাশ হয়ে পড়ছি। দায়িত্বপ্রাপ্তরা কী করছেন, বুঝতে পারছি না।’

জানতে চাইলে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে আমরা কাজ করছি। আমরা খসড়া তৈরি করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠাবো। আশা করছি, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হবে।’

তিনি বলেন, ‘জেলা বিএনপির কমিটি হবে গঠনতন্ত্র মোতাবেক। গঠনতন্ত্রে যতোজন সদস্য থাকার কথা বলা হয়েছে, ততোজনই থাকবেন। বেশি হবে না।’

বিএনপির গঠনতন্ত্র বলছে, জেলা বিএনপির কার্যকরি কমিটি হবে ১৫১ জনের।

সিলেট সমাচার
সিলেট সমাচার