ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২০৩

চা-বাগানের ভিতরে মাল্টিপারপাস প্রশিক্ষণ কেন্দ্র 

সিলেট সমাচার

প্রকাশিত: ৪ মার্চ ২০১৯  

জাফলং চা-বাগান, সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে অবস্থিত। প্রায় ৩ হাজার একর জমি নিয়ে প্রতিষ্ঠিত জাফলং চা-বাগানটি সমতল ভূমিতে এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় চা-বাগান হিসেবে নিজের আলাদা পরিচিতি লাভ করেছে। এই বৃহৎ চা-বাগানের ভিতর স্থাপিত হয়েছে কম্পিউটার মাল্টিপারপাস প্রশিক্ষণ কেন্দ্র। 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয়েছে মাল্টিপারপাস কেন্দ্রটি। 

গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের এক নাম্বার ওয়ার্ড হচ্ছে জাফলং চা-বাগান। এখনে মূলত সনাতন ধর্মাম্বলিদের বসবাস। প্রায় ৫ হাজার জনসংখ্যার মধ্যে নারী-পুরুষ মিলে ভোটার রয়েছেন এক হাজার আটশতাধিক। এখানকার সিংহভাগ নারী-পুরুষ চা-শ্রমিকের কাজে নিয়োজিত। ফলে চা-গাছের সাথে তাদের জীবন, যৌবন, ইতিহাস, ঐতিহ্য ও স্বপ্ন জড়ানো ছিল। পড়া লেখায় চা-শ্রমিক পরিবার গুলি হাজারও গুন পিছিয়ে থেকে নিজেদেরকে চা-বাগান কেন্দ্রিক হিসেবে গড়েতুলে সীমাবদ্ধ রেখেছিল। 

২০১৮ সালে ১লা ডিসেম্বর জাফলং চা-বাগানের ভিতর জাফলং মাল্টিপারপাস প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুদ্র-নৃগোষ্ঠি চা-শ্রমিক পরিবারগুলিকে নতুন স্বপনে বিভোর করে তুলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। 

জাফলং মাল্টিপারপাস কেন্দ্রটি সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, পূর্বে যে সকল কিশোর, কিশোরীরা চা-শ্রমিক হিসেবে নিজেদের তৈরি করেছিল তারা এখন শ্রমিকের কাজ ছেড়ে দিয়ে আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত হয়ে রঙ্গীন স্বপনে বিভোর রয়েছেন। কম্পিউটার কম্পোজ, সেলাই, ক্রিস্টাল শোপিস,ব্লক বাটিকসহ বেশ কয়েকটি উন্নত ও আধুনিক পোগ্রামিংয়ের সাথে পরিচয় হয়ে নিজেদের দক্ষ ও যোগপযোগী হিসেবে গড়ে তুলছেন। এ বিষয়ে শ্রমিকদের উৎসাহ, উদ্দীপনা ও আগ্রহী করে তুলতে পিছনে যিনি ছাঁয়ারমত কাজ করে যাচ্ছেন তিনি হলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল। 

সাপ্তাহিক ছুটি শুক্র, শনিবার ছাড়াও একটু সময় পেলে ছুটেযান জাফলং মাল্টিপারপাস কেন্দ্রে। উপজেলা নির্বাহী অফিসার এ কেন্দ্রে উপস্থিত হয়ে প্রায় সময় প্রশিক্ষণ প্রদান করায় চা-শ্রমিক পরিবারের সদস্যরা দিনে দিনে আরো আগ্রহী হচ্ছেন বলে জানা যায়। 

উপজেলা নির্বাহী অফিসারকে কাছে পেয়ে চা-শ্রমিক পরিবারের সদস্যরা নিজেদের অভাব, অভিযোগ সহজে বলতে পারেন। উপজেলা নির্বাহী অফিসার চা-শ্রমিক পরিবারের অভাব, অভিযোগ শুনে সমাধানের চেষ্টাও করেন বলে একাধিক প্রশিক্ষণার্থী জানান। 

মাল্টিপারপাস প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষকেরা জানান, কেন্দ্রটিতে সেলাই, ক্রিস্টাল শোপিস, ব্লক বাটিক এবং কম্পিউটার বিষয়ে দু'শিফটে সপ্তাহে ৬ দিন প্রশিক্ষণ হয়। ৬ জন সুদক্ষ প্রশিক্ষক দ্বারা এ প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। প্রত্যেকটি ট্রেডে ২০ জন করে প্রশিক্ষণার্থীরা অংশগ্রহন করেন। এ প্রশিক্ষণ কেন্দ্রটি হতে ২ শতাধিক প্রশিক্ষণার্থী নিজেদের দক্ষ করে বের হয়েছেন। এখন তারা বিভিন্ন প্রতিষ্ঠানে ও নিজেরা অনেকে টেইলারিং ও কম্পিউটার কম্পোজ পেশার সাথে জড়িত রয়েছেন। অবহেলিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বেকার, কিশোর, কিশোরী, নারী ও পুরুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে অন্যরকম উদ্দোগ স্থানীয়রা ছাড়াও দেশ-বিদেশ থেকে আসা নানা বয়সী পর্যটকদের মন জয় করেছে। ফলে এ প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থী শ্যামলী ব্যানার্জি, সংগীতা প্রধান, তৃষা প্রধান, সুমা রায়সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য, সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এবং গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালকে অভিনন্দন জানান। 

প্রশিক্ষনার্থীরা আরো বলেন, আমরা ক্ষুদ্র নৃ-গোষ্টি সর্বদা চা-বাগান কেন্দ্রিক স্বপ্ন দেখি। চায়ের পাতার সাথে আমাদের স্বপ্ন ও বাস্তবতা বিদ্যমান। আমরা কর্মঠ হলেও চা বাগান থেকে বের হয়ে অন্য কোথাও কাজ না পেয়ে বেকার জীবন কাটাই। কিন্তু এখন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল জাফলং মাল্টিপারপাস প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করে আমাদের নতুন স্বপ্নো দেখালেন। সময়ে অসময়ে তিনি এ কেন্দ্রে উপস্থিত হয়ে আমরা বেকারত্ব বহনকারীদের জড় করেন। আমাদের উৎসাহ উদ্দীপনা এবং সচেতনতা তৈরীতে তার কঠোর পরিশ্রম রয়েছে। তিনি আমাদের অবয় দেয়ায় আমরা আজ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করছি। আমরা আাশাবাদী প্রশিক্ষণ গ্রহন করে নিজেরকে দক্ষ ও যোগ্যতা সম্পন্ন করে বের হয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনে ভূমিকা রাখতে পারবো।

এব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি গুলোকে উন্নয়নের মূল স্রোত ধারায় নিয়ে আসতে পারলেই প্রকৃত আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। বর্তমান সরকার আদিবাসীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে চায়। এজন্য শিক্ষা, কর্মসংস্থানসহ সব ক্ষেত্রে তাদের প্রতি বিশেষ নজর দেয়া হচ্ছে।
 

সিলেট সমাচার
সিলেট সমাচার