ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৩৯

আন্দোলন শ্রমিকদের হলেও বলির পাঠা সিলেটের জনগন!

সিলেট সমাচার

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২২  

গত ১৩ সেপ্টেম্বর ৫দফা দাবিতে দিনভর কর্মবিরতি পালন করেন সিলেটের পরিবহণ শ্রমিকরা। তবে রাতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তার আশ্বাসে কর্মবিরতি আগামী মাসের ১৫ তারিখ পর্যন্ত স্থগিত করেন পরিবহণ নেতারা।কিন্তু গতকাল ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার পূর্ব ঘোষণা ছাড়াই শ্রমিক নেতাদের নামে মামলার প্রতিবাদে সন্ধ্যায় হঠাৎ করে সড়ক অবরোধ করেন পরিবহণ শ্রমিকরা। এতে চরম ভোগান্তির শিকার হয়েছেন জনসাধারণ। ধর্মঘট ও সড়ক অবরোধের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশিরভাগ মানুষ বিরুপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। 

অনেকেই বলছেন, ‘সিলেট কি মগের মুল্লুকে পরিণত হয়েছে। নিজেদের কোন্দল, পুলিশের সাথে সমস্যা হলেও বলির পাঠা জনগণ।’

জানা যায়, বৃহস্পতিবার নগরীর মোড়ে মোড়ে এলোপাতাড়িভাবে গাড়ি রেখে সড়ক অবরোধ করেন তারা। বিভিন্ন স্থানে শ্রমিকরা জড়ো হয়ে সড়কে আগুন জ্বালিয়েও বিক্ষোভ করতে দেখা যায়। এতো প্রায় অচল হয়ে পরে পুরো সিলেট নগর। পূর্বঘোষণা ছাড়াই এমন কর্মসূচিতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী।

শ্রমিক নেতাদের বিরুদ্ধে গত ১৪ সেপ্টেম্বর দক্ষিণ সুরমা থানায় মামলার প্রতিবাদে সন্ধ্যা থেকে আন্দোলনে নামেন পরিবহন শ্রমিকরা।

বৃহস্পতিবার সন্ধ্যায় হুট করে সড়ক অবরোধের বিষয়টি নিয়ে ফেসবুকে বেশকিছু পোস্ট দেখা যায়। সেই সব পোস্টে অনেকেই মন্তব্য করেছেন।

ফটো সাংবাদিক এএইচ আরিফ লিখেছেন-‌ ‘সিলেটবাসী সিদ্ধান্ত নিন -এই শহরের রাস্তাঘাট  জনগণের।জনগণের রাস্তা ব্যারিকেড দেয়ার কোন রাইট নাই এসব শ্রমিক নামধারীদের।এদের সংখ্যা হাতে গোনা। এম্বুলেন্স এ কার্ডিয়াক এরেস্ট রুগী,জরুরী ডেলিভারি রুগী,ঢাকাগামী যাত্রী সবাই এসব শ্রমিক নামধারীদের  তান্ডবে ক্ষতিগ্রস্থ ।পরবর্তীতে কথায় কথায় জনভোগান্তির ধর্মঘট ডাক দিলে জনগণকেই মোকাবেলা করতে হবে ।প্রতিটা পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।এই শহরের রাস্তাঘাট কারও বাপের কাছে লীজ দেয়া হয়নি। আজ কত জরুরি রুগী যে এম্বুলেন্সে ভেতর বাঁচার জন্য  ছটফট করেছেন হিসেবে ছাড়া। নির্দয় শ্রমিকরা এম্বুলেন্স পর্যন্ত ছাড়েনি....।’

সিলেট জেলা প্রেস ক্লাবের সদস্য ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সোহেল ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন- ‌হঠাৎ পরিবহন শ্রমিকদের ধর্মঘটে চরম ভোগান্তি....আর বাইক রাইডারদের যেন চান রাইত......আমরা মানুষ হবো কবে?

সাংবাদিক দেবাশীষ দেবু লিখেছেন ‘নগরজুড়ে পরিবহন শ্রমিকদের মাস্তানি চলছে। নিজেদের মধ্যে রেসারেসির জেরে পুরো নগর অচল করে দিয়েছে তারা। মোড়ে মোড়ে এলোপাথাড়ি ভাবে গাড়ি ফেলে রাখায় বাইকও চলাচল করতে পারছে না। এই গুন্ডাদের থামানো দরকার।’

তার সেই পোস্টে মন্তব্য করেছেন শামসুল বাসিত শেরো। তিনি লিখেছেন ‘সিলেটের স্থানীয় (যারা সিলেটে থাকেন এবং থাকতেই হবে) নাগরিকদের নিয়ে একটি নাগরিক কমিটি এখন সময়ের দাবী। প্রতিটি ওয়ার্ড কমিটির সমন্বয়ে মহানগর কমিটি হবে। এইসব সন্ত্রাসী যখনই শহরের মানুষকে অন্যায়ভাবে অবরোধ করবে সাথে সাথে প্রতিটি ওয়ার্ডে মহল্লায় তাদের,তাদের নেতাদের বাড়ীঘর পরিবার কে অবরোধ করবে। তখন দেখবেন তারাও আইন মেনে,শ্রম আইন অনুযায়ী আন্দোলন করবে।’

দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ তার ফেসবুক স্ট্যটাসে বলেন, ‘হায় হঠাৎ সিলেটে অবরোধ। সম্মানিত শ্রমিক নেতৃবৃন্দের প্রতি বিনীত অনুরোধ. মানুষের খুবই কষ্ট হচ্ছে.যা ই হোক প্রশাসনের সাথে আলোচনা করুন অবরোধ প্রত্যাহার করুন।’

সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ দিদার চৌধুরী আলম নবেল তার ফেসুবক আইডিতে লিখেছেন ‌‘সিলেট নগরীতে একটা রুন্দা কমিটি করা দরকার। কোন মাত নাই খালি রুন্দা। রাস্তাত ফালাইয়া খালি নালে ফাতারে বাড়ি।’

সেখানে মন্তব্য করেন সুদীপ দেব নামে একজন।তিনি লিখেছেন ‘কোন ঘোষণা ছাড়া হঠাৎ রাস্তা বন্ধ সাধারণ মানুষের দুর্ভোগ রোগীদের রিস্কা পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না এই ভাবে আন্দোলন করলে জনগণ রাস্তায় নামা ‌উচিত।’

মামলার ব্যাপারে সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি মইনুল ইসলাম বলেন, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সভাপতি জাকারিয়া আহমদ, হিউম্যান হলার শ্রমিক ইউনিয়ন সভাপতি রুহুল মিয়া মইনসহ ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলাটি করেন লেগুনা শ্রমিক মো.শাহাব উদ্দিন। মামলায় মারপিট ও টাকা-পয়সা ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে।

এই মামলার প্রতিবাদে সন্ধ্যায় থেকে যানবাহন বন্ধ রেখে সিলেটের বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। রাত ৮টার দিকে নগরের উপশহর, শাহী ঈদগাহ, বালুচর, টিলাগড়, হুমায়ন রশীদ চত্বরসহ বিভিন্ন মোড়ে পরিবহন শ্রমিকরা টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেন।

দক্ষিণ সুরমা থানা পুলিশ জানায়, পরিবহন শ্রমিকদের দুটি গ্রুপ রয়েছে। দুই গ্রুপের বিরোধের জেরে থানায় পাল্টাপাল্টি মামলা হয়। একটি মামলায় পরিবহন শ্রমিক সংগঠনের নেতাদের আসামি করা হয়েছে।

তবে রাতে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেস পরিবহন শ্রমিকরা। প্রশাসনের সঙ্গে বৈঠকের শেষে রাত সাড়ে ১০টার দিকে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

এ বিষয়ে সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি মইনুল ইসলাম বলেন, ‘প্রশাসনের আশ্বাসে আমরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছি। প্রশাসন আমাদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছে।’

সিলেট সমাচার
সিলেট সমাচার