• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের মৃত্যু : পরিবেশমন্ত্রীর শোক যুক্তরাষ্ট্র আরও স্যাংশন দিতে পারে: প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ চোরাকারবারি আটক আসন্ন বিশ্বকাপে যে দলকে চ্যাম্পিয়ন মনে করছেন গাভাস্কার শুরু হলো পঞ্চম সিলেট চলচ্চিত্র উৎসব খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার: আইনমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাঙালির বিশ্ব জয়ের সারথি: ফজিলাতুন নেসা ইন্দিরা
৮০

ওসমানীনগরে প্রবাসীদের উদ্যোগে ফ্রি চিকিৎসা ও নগদ অর্থ প্রদান 

সিলেট সমাচার

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২  

সিলেটের ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের সৈয়দ মান্দারুকা, পুর্ব মান্দারুকা ও নিজ মান্দারুকা গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে অসহায় দরিদ্র মানুষদের মাঝে ফ্রি চিকিৎসা,ঔষধ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় মান্দারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উমরপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. গোলাম কিবরিয়া।

বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সেক্রেটারি তাজির উদ্দিন মান্নানের সভাপতিত্বে ও  প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর আদর্শ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুমের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু প্রমুখ।

উদ্বোধনপূর্ব সভায় বক্তারা বলেন, দেশের যেকোন দুর্যোগে সহায়তার হাত বাড়িয়ে যাচ্ছেন আমাদের প্রবাসীরা। এলাকার সার্বিক কল্যাণে বৃহত্তর মান্দারুকার প্রবাসীদের অবদান অসামান্য। সাম্প্রতিক বয়ে যাওয়া অকাল বন্যাসহ দুর্যোগে এতদাঞ্চলের অসহায় মানুষের কল্যাণে বৃহত্তর মান্দারুকা গ্রামের যুক্তরাজ্য প্রবাসীদের উদ্যোগে গৃহ নির্মাণ, গৃহ মেরামতসহ নগদ অর্থ প্রদানের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সার্বিক পূনর্বাসন কার্যক্রমগুলো প্রশংসনীয়। এলাকার নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবে প্রবাসীদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ করেন তারা।

বক্তব্য রাখেন, মাওলানা ছাদিকুর রহমান শিবলী, ডা. সলিল সৌরভ, ইউপি সদস্য সহিদ আলী, সাবেক মেম্বার সৈয়দ মাসুক আলী, স্থানীয় বাসিন্দা সৈয়দ রাহেত আলী, সাবেক মেম্বার আব্দুল খালিক, সমাজসেবী আব্দুস সালাম প্রমুখ।

সিলেট সমাচার
সিলেট সমাচার