• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের মৃত্যু : পরিবেশমন্ত্রীর শোক যুক্তরাষ্ট্র আরও স্যাংশন দিতে পারে: প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ চোরাকারবারি আটক আসন্ন বিশ্বকাপে যে দলকে চ্যাম্পিয়ন মনে করছেন গাভাস্কার শুরু হলো পঞ্চম সিলেট চলচ্চিত্র উৎসব খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার: আইনমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাঙালির বিশ্ব জয়ের সারথি: ফজিলাতুন নেসা ইন্দিরা
৮০

বিয়ানীবাজারে শ্রমিক কর্মবিরতি : বিপাকে সাধারণ শিক্ষার্থীরা

সিলেট সমাচার

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২২  

সিলেট জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন শ্রমিক কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছে বিয়ানীবাজার উপজেলার কয়েক হাজার শিক্ষার্থী। প্রতিদিন কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিয়ানীবাজার সরকারি কলেজ সহ স্থানীয় সুনামধন্য বিদ্যাপীঠগুলোতে জ্ঞান অর্জনের জন্য উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ছুটে আসেন শিক্ষার্থীরা আর সেই জ্ঞান অর্জনে তাদের এক মাত্র ভরসা যানবাহন। আর সেই কর্মবিরতির ফলেই বিপাকে পড়েছেন এ সব সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মবিরতিতে শিক্ষার্থী সহ সাধারণ মানুষ ও অসুস্থ রোগীরা পড়েছেন মহা সংকটে।

সরেজমিনে মঙ্গলবার বিকেলে বিয়ানীবাজার পৌর শহর ঘুরে দেখা যায় যানচলাচল না করার ফলে দূর থেকে আসা অনেক শিক্ষার্থী বাড়ি ফেরা জন্য অপেক্ষা করছেন যানবাহনের কিন্তু যানবাহন না চলার ফলে অনেকেই অটোরিকশা ভাড়া করে বাড়তি অর্থ দিয়ে বাধ্য হয়ে যেতে হচ্ছে বাড়িতে। এছাড়াও সাধারণ মানুষের অভিযোগ রয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে গাড়ি আটকিয়ে হয়রানি করা হচ্ছে।

ফাতেমা বেগম নামের এক শিক্ষার্থী বলেন, সিএনজি করে বাড়িতে গেলে অনেক কম টাকায় যাওয়া যায় সাথে সময় বাচে কিন্তু ধর্মঘট থাকার কারনে আমাদের রিকশায় যাতায়াত করতে হচ্ছে। তবে দুঃখের বিষয় রিকশা চলাচলেও বাধা প্রদান করা হচ্ছে আমরা এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সিলেট সমাচার
সিলেট সমাচার