• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের মৃত্যু : পরিবেশমন্ত্রীর শোক যুক্তরাষ্ট্র আরও স্যাংশন দিতে পারে: প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ চোরাকারবারি আটক আসন্ন বিশ্বকাপে যে দলকে চ্যাম্পিয়ন মনে করছেন গাভাস্কার শুরু হলো পঞ্চম সিলেট চলচ্চিত্র উৎসব খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার: আইনমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাঙালির বিশ্ব জয়ের সারথি: ফজিলাতুন নেসা ইন্দিরা
১০৮

জাফলংয়ে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে ডুবেই গেল ইমন

সিলেট সমাচার

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২  

সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের পিয়াইন নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে ইমন আহমদ নামে এক তরুণের মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে জাফলং জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে। ইমন নগরের সুবিদবাজারের হাজিপাড়া নীলাচল ৩৭ নম্বর বাসার স্বপন মিয়ার ছেলে।

ইমনের ভাই গাড়িচালক সুমন আহমদ বলেন, ইমন আমার সঙ্গে মাইক্রোবাসে সহযোগী হিসেবে ছিল। বন্ধুদের সঙ্গে জাফলং বেড়াতে যায়। পরে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে যায় ইমন। অনেক খোঁজাখুঁজি তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে নগরের রাগিব রাবেয়া হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

জাফলং ট্যুরিস্ট পুলিশের ওসি রতন শেখ বলেন, ইমনসহ ১২ জন তরুণ জাফলংয়ে ঘুরতে আসেন। তারা জাফলং জিরো পয়েন্টে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গেলে তলিয়ে যান ইমন। অনেক খোঁজাখুঁজির পর বিকেল সাড়ে ৩টার দিকে নৌকার মাঝিদের সহযোগিতায় তাকে উদ্ধার করি। তখনো তার পালস ছিল। প্রথমে তাকে পার্শ্ববর্তী জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখান থেকে তাকে রাগিব রাবেয়া হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার