ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৬৬

গোয়াইনঘাটে উদ্বোধন হচ্ছে দৃষ্টিনন্দন মডেল মসজিদ

সিলেট সমাচার

প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২  

সিলেটের গোয়াইনঘাটে উদ্বোধন হচ্ছে দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্র। সরকারের আমলে গোয়াইনঘাটে দৃষ্টিনন্দন প্রকল্পের মধ্যে অন্যতম এই প্রকল্পটিও। সিলেটের ১৪টি উপজেলার মধ্যে গোয়াইনঘাটের মসজিদটি আধুনিক স্থাপত্য শৈলির গাঁথুনিতে গড়ে উঠেছে।

উপজেলা সদরের প্রশাসনিক গন্ডির ভিতরে দৃষ্টিনন্দন এ মসজিদটি ৪৩ শতক ভূমিতে (১৮ হাজার ৮শত বর্গফুট) গড়ে তোলা হয়েছে।

সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় ধর্মীয় অধ্যুষিত অন্যতম উপজেলা গোয়াইনঘাটের সদরে এমন আধুনিক সুযোগ সুবিধার মসজিদ গড়ে উঠায় ধর্মপ্রাণ মুসল্লিসহ সাধারণ মানুষজনও সন্তুষ্ট। মডেল মসজিদটি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ১২ কোটি ৯৭ লক্ষ ২১ হাজার টাকায় ব্যয়ে নির্মিত হচ্ছে। সীমানা প্রাচীর নির্মাণে বরাদ্দ আরও প্রয়োজনীয় অর্থ।

মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতি কেন্দ্রটির নিচ তলায় রয়েছে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, মরদেহ গোসলের কক্ষ, চলাচল অক্ষম ব্যক্তিদের জন্য নামাজের জায়গা প্রতিবন্ধী করনার ডায়নিং রুম, কার পার্কিং, অযুখানা, ইসলামী ফাউন্ডেশনের বুক সেলস সেন্টার। ২য় ও ৩য় তলায় রয়েছে ইমাম মুয়াজ্জিন খাদেম, শিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মচারীদের জন্য বরাদ্দকৃত কক্ষ, মহিলাদের নামাজের জায়গা, মক্তব, গার্ড রুম, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার,অতিথি কক্ষ, ইসলামিক রিচার্জ সেন্টার, কনফারেন্স রুম, টয়লেট, ওযুখানা, উপ-পরিচালকের কক্ষ, হিসাব নিরীক্ষকের কক্ষ।

এছাড়াও এই মডেল মসজিদেও সুউচ্চ  দৃষ্টিনন্দন মিনার, মেহরাবসহ সিঁড়ি রয়েছে। ইসলামিক ফাউন্ডেশন প্রত্যাশী এই প্রকল্পটি গণপূর্ত অধিদপ্তর বাস্তবায়ন করছে। গোয়াইনঘাটের মডেল মসজিদ এবং ইসলামিক সংস্কৃতি কেন্দ্র নির্মাণ কাজ শেষ হয়ে রংসহ যাবতীয় কাজ শেষ হয়েছে। সিলেটের গণপূর্ত বিভাগ-৩ এর উপসহকারী প্রকৌশলী রিপন দেব জানান, সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীনে দেশের বিভিন্ন জেলা উপজেলায় ১টি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন হচ্ছে।

এ প্রকল্পের গোয়াইনঘাটেও অনুরূপ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র (উপখ্যাত) ৩ তলা বিশিষ্ট ৩লা ভবন (বি টাইপ) মূল ভবনের সিভিল কাজসহ অভ্যন্তরীণ পয়:প্রণালী ও পানি সরবরাহ এবং বৈদ্যুতিক কাজ) ইতোপূর্বে সকল কাজ সম্পন্ন হয়েছে।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রটি সরকারের প্রধানমন্ত্রীর ১টি অনন্য উদ্যোগ। গোয়াইনঘাট উপজেলাবাসী অধির আগ্রহে এই মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের জন্য অধির আগ্রহে অপেক্ষা করছে। এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে গোয়াইনঘাট উপজেলায় ইসলাম ধর্ম ও সংস্কৃতির কেন্দ্র বিন্দু হিসাবে কাজ করবে।

সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, বর্তমান সরকার জনগণের জন্য সব সময়ই নিবেদিত প্রাণ হয়ে কাজ করে থাকে। বঙ্গবন্ধুর তনয়া সরকারের প্রধানমন্ত্রী আমাদের সব সময়ই জনগণের দোরগোড়ায় থেকে তাদের কল্যাণে কাজ করতে নির্দেশ দিয়ে আসছেন। আমরা সর্বদা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করছি। গোয়াইনঘাট মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রটি সরকারের উন্নয়ন ধারাবাহিকতারই অংশ। জনগণকে সেবা দেয়াই সরকার এবং আমাদের উদ্দেশ্য। আমি সব সময়ই জনগণের জন্য কাজ করে আসছি, ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবো।

সিলেট সমাচার
সিলেট সমাচার