• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৫ ১৪৩০

  • || ১৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আগামী ১০-১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে জাদু দেখিয়ে বিশ্বজয়, জাদুর কারণেই মর্মান্তিক মৃত্যু! সিলেটে এবার ভোট দিবেন হিজড়াও ফুলশয্যার রাতেই রহস্যজনক মৃত্যু, মিলল ঝুলন্ত লাশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ কোথায় গিয়ে বিয়ে করবেন, জানালেন এই সুপার হিরো স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় মাধবপুরে এক বখাটে আটক
৮৫

সিলেটের একাধিক সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

সিলেট সমাচার

প্রকাশিত: ৮ আগস্ট ২০২২  

সিলেটসহ দেশের ১৩টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ১২টি কলেজে নতুন অধ্যক্ষ এবং একটি কলেজে উপাধ্যক্ষ পদায়ন দেয়া হয়েছে।

সোমবার (৮ আগস্ট) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের এসব কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, সিলেট শাহপরান সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই কলেজের সহযোগী অধ্যাপক সোমা পাল। কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হিসেবে পদোন্নতি পেয়েছেন ফেনী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ রিজিয়া সুলতানা। 

চট্টগ্রামের গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে প্রধান পেয়েছেন সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যাপক রনজিত কুমার দত্ত। ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন শরীয়তপুরের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শাহ মো. জাহাঙ্গীর আলম। যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে প্রধান পেয়েছেন ঝিনাইদহের অন্ধকার মোশাররফ হোসেন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মো. শফিকুল ইসলাম।
 
বান্দরবান সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ নুরুল আবছার চৌধুরী। নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক শাহানারা বেগম। দিনাজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই কলেজের অধ্যাপক ফরিদা পারভীন। কক্সবাজারের রামু সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে সংযুক্ত হয়েছেন কক্সবাজার সরকারি কলেজে সংযুক্ত থাকা সহযোগী অধ্যাপক মুজিবুল আলম।

সিলেট সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে পেয়েছেন সিলেট টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম। বাঘ্ঞানির হাজারীবাগের শহীদ বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই কলেজের অধ্যাপক ড. ছারোয়াত নূর। কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই কলেজের অধ্যাপক মোহাম্মদ গিয়াস উদ্দিন।

আর বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই কলেজের অধ্যাপক মো. শাহ আলম ফরাজি।

নতুন পদায়ন পাওয়া অধ্যক্ষ-উপাধ্যক্ষদের ১৪ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। 

সিলেট সমাচার
সিলেট সমাচার