ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৮২

সুবিধাবঞ্চিতদের স্বপ্নপূরণে শাবিপ্রবির `স্বপ্নোত্থান`

সিলেট সমাচার

প্রকাশিত: ৪ আগস্ট ২০২২  

দীপ শিখা হতে স্বপ্নের পথে’ স্লোগানকে সামনে রেখে ২০০৭ সালের পহেলা আগস্ট স্বপ্নবাজ শফিকুর রহমানের হাতে ধরে গড়ে উঠে 'স্বপ্নোত্থান'। এটি হলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন, যা সামাজিকভাবে অবহেলিত, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বপ্নপূরণে কাজ করে।

প্রতিষ্ঠার শুরু থেকেই সুবিধাবঞ্চিতদের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। নিজেদের পড়াশোনার পাশাপাশি কর্মব্যস্ত বিভিন্ন পেশায় জড়িত কিশোর, যাদের পড়াশোনার সুযোগ কম, যারা ধরেছে সংসারের হাল, যাদের পরিবারের সদস্যদের মুখে দুবেলা খাবার তুলে দিতে দিনের পুরোটা সময় কাজ করেন নানান প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে। সেসব সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে গঠিত ভোলানন্দ নৈশ বিদ্যালয়ে তাদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছে সংগঠনটির সদস্যরা।

এছাড়া শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি চ্যারিটি আয়োজন, রক্তদান কর্মসূচি নিয়েও কাজ করে সংগঠনটি। এতে প্রতিদিন সিলেটের বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে দুরারোগ্য মানুষদের রক্ত সরবরাহে কাজ করে সংগঠনটি। পাশাপাশি ক্যাম্পাসে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেও বিভিন্ন চ্যারিটিমূলক ফেস্টের আয়োজন করে সংগঠনটি।

এদিকে শিক্ষা, চ্যারিটি ও রক্তদানের বাহিরে যেকোনো উৎসব ও দেশের দুর্যোগে সমাজের দরিদ্র মানুষের আনন্দ ও স্বপ্নপূরনের সঙ্গী হন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। এরই ধারাবাহিকতায় প্রতিবছর বিভিন্ন ধর্মীয় উৎসবে চা শ্রমিক, বেদে পল্লীর পরিবারগুলোতে সুবিধাবঞ্চিত মানুষকে নতুন বস্ত্র ও উপহার সামগ্রী দিয়ে থাকেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি হাড় কাঁপানো শীত থেকে সুবিধাবঞ্চিত মানুষদের কিছুটা হলেও স্বস্তি দিতে শীতবস্ত্র কর্মসূচি আয়োজন করে সংগঠনটি। এতে ক্যাম্পাসের আবাসিক হল, আশেপাশে গ্রাম ও শহরের বিভিন্ন জায়গা থেকে শীত ও অনুদান সংগ্রহ করে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।

সম্প্রতি সিলেটে ঘটে যাওয়া ভয়াবহ বন্যায়ও বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। এতে বন্যায় ডুবে যাওয়া প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ বিতরণ করেছে পাশাপাশি তাদের পুনর্বাসন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। এছাড়াও সমাজের তৃতীয় লিঙ্গ হিজড়া জনগোষ্ঠীর সামাজিক অধিকার নিয়ে কাজ করছে বলে জানান সংগঠনটির নেতারা।

এ বিষয়ে স্বপ্নোত্থানের সভাপতি ধীমান দাস দিব্য বলেন, স্বপ্নোত্থান সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে থাকে। স্বপ্নোত্থান বিশেষ করে চ্যারিটি উইং, ব্লাড উইং এবং স্কুল উইং নিয়ে কাজ করছে। এছাড়া 'বন্যার্তদের পাশে স্বপ্নোত্থান' পুনর্বাসনের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। দীর্ঘ এ পথচলায় আমাদের পাশে থাকার জন্য স্বপ্নোত্থানের সব স্বেচ্ছাসেবী এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি সুবিধাবঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

সিলেট সমাচার
সিলেট সমাচার