ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১০৭

সিলেটে যুক্তরাজ্য প্রবাসী ৫ জনকে অচেতন উদ্ধার, ২ জনের মৃত্যু

সিলেট সমাচার

প্রকাশিত: ২৬ জুলাই ২০২২  

সিলেটের ওসমানীনগরে একই পরিবারের ৫ জন যুক্তরাজ্য প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এছাড়া নিহতের স্ত্রী ও অপর ২ ছেলে-মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) উপজেলার হুলিয়ারবন এলাকায় তাজপুর ইউপি চেয়ারম্যান ঝলক পালের বাসায় এ ঘটনা ঘটে। নিহত ও আহতরা যুক্তরাজ্য প্রবাসী। সম্প্রতি তারা ওই বাসায় ভাড়া থাকতেন বলে জানিয়েছে পুলিশ।  

নিহতরা হলেন, ওসমানীনগরের বড় দিরারাই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও মৃত রফিকুল ইসলামের ছেলে মাহিকুল ইসলাম (১৮)। নিহতরা সম্পর্কে বাবা-ছেলে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন মৃত রফিকুল ইসলামের স্ত্রী হুছনারা বেগম (৪৫), ছেলে সাদিকুল ইসলাম (২৫) ও সামিয়া ইসলাম (২০)।  

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সাড়ে ১১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরিবারের ৫ সদস্যকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ২ জন মারা যান এবং ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। হতাহতরা যুক্তরাজ্য প্রবাসী শুনেছি। কিন্তু তার স্বপক্ষে কোনো তথ্য পাচ্ছি না।

তিনি বলেন, তারা ওই বাসায় ভাড়া থাকতেন। তার ধারণা তাদের কোনো কিছু খাইয়ে অচেতন করা হয়েছিল। এরমধ্যে ২ জন মারা গেছেন। এ ঘটনার নেপথ্যের তথ্য বের করতে সচেষ্ট রয়েছে পুলিশ। 

এদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) ফরিদ উদ্দিন ঘটনাস্থলে যান। তিনিসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাংবাদিকদের বলেন, হতাহতরা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে যুক্তরাজ্য প্রবাসী রফিকুল ইসলাম ও তার ছেলে মাহিকুল ইসলাম মারা গেছেন।  

ওই ভবনের অপর ফ্লাটের বাসিন্দা ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, গত ১২ জুলাই তারা যুক্তরাজ্য থেকে ঢাকায় আসেন। এরপর ১৮ তারিখ সিলেটে এসে ওই ফ্লাটের দোতলার একটি ইউনিটে ভাড়া করে অবস্থান করছিলেন। তারা ছেলের চিকিৎসার সুবিধার্থে বাসাটি ভাড়া নিয়েছিলেন। সোমবার রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশি ফ্লাটের নিকটাত্বীয়রা ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ মিলেনি। পরে থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে। বিষক্রিয়ায় আক্রান্ত পুরো পরিবার। তাদের দুইজন মারা গেছেন। অন্যদের অবস্থাও আশঙ্কাজনক। তবে কীভাবে বিষক্রিয়ায় আক্রান্ত হলেন, এটি খতিয়ে দেখা হচ্ছে।  

সিলেট সমাচার
সিলেট সমাচার