• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের মৃত্যু : পরিবেশমন্ত্রীর শোক যুক্তরাষ্ট্র আরও স্যাংশন দিতে পারে: প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ চোরাকারবারি আটক আসন্ন বিশ্বকাপে যে দলকে চ্যাম্পিয়ন মনে করছেন গাভাস্কার শুরু হলো পঞ্চম সিলেট চলচ্চিত্র উৎসব খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার: আইনমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাঙালির বিশ্ব জয়ের সারথি: ফজিলাতুন নেসা ইন্দিরা
২১৯

সিলেটের জৈন্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন 

সিলেট সমাচার

প্রকাশিত: ২৩ জুলাই ২০২২  

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ শ্লোগানের প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপিত হয়েছে।

২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় কর্মসূচি হিসেবে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) দুপুর ১২টায় উদ্বোধনের ১ম দিনে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় কক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা।

সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা মৎস্য সপ্তাহ উপলক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রান্তিক চাষিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং ২৪ জুলাই হতে উপজেলার হাওর ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত সহ সপ্তাহব্যাপী কর্মসূচি পালিত হবে বলে জানান।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ফয়েজ আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রতিনিধি নূরুল ইসলাম, দৈনিক সংগ্রাম ও দৈনিক জালালাবাদ পত্রিকার প্রতিনিধি গোলাম সরওয়ার বেলাল, দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি আব্দুল হালিম, দৈনিক শ্যামল সিলেট পত্রিকার প্রতিনিধি শোয়েব উদ্দিন, দৈনিক মানব কন্ঠ ও দৈনিক একাত্তরের কথা পত্রিকার প্রতিনিধি নাজমুল ইসলাম, দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি এম এম রুহেল, জৈন্তাপুর প্রেসক্লাবে সহ সভাপতি সেলিম আহমদ, অর্থ সম্পাদক শাহজাহান কবির, দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার প্রতিনিধি সালমান শাহ সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার