• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
সিলেট মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৩ বৃষ্টি নিয়ে যা জানাল আবহাওয়া অফিস মিথিলাকে নতুন রূপে তুলে ধরবে ‘মেঘলা’ শত বর্ষ পরে বই ফেরত এলো গ্রন্থাগারে বৃদ্ধকে ২৫০ বারেরও বেশি কামড়ালো হাজার খানেক মৌমাছি! বিদেশ থেকে সোনা আনতে খরচ বাড়ছে
৫৪৮১

ওসমানী বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সচল

সিলেট সমাচার

প্রকাশিত: ২৩ জুন ২০২২  

সিলেটে বন্যার কারণে ছয় দিন বন্ধ থাকার পর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবার উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুন) থেকে এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সচল হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দুটি ফ্লাইট আসা-যাওয়া করেছে। এছাড়া একটি ফ্লাইট ম্যানচেস্টারের উদ্দেশ্য সিলেট ত্যাগ করেছে। এছাড়া সিলেট-ঢাকা রুটে একাধিক ফ্লাইটও আসা যাওয়া করেছে।

এর আগে বন্যায় রানওয়েতে পানি ওঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম তিন দিনের জন্য বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। ৩ দিন পর গত ২০ জুন ওসমানী বিমানবন্দর পরির্দশনে আসেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, রানওয়ে থেকে পানি নেমে গেলেও অ্যাপ্রোচ লাইট তলিয়ে থাকায় এই বিমানবন্দরের কার্যক্রম আরও কয়েকদিন বন্ধ থাকবে। তবে এপ্রোচ লাইটের পানি নেমে যাওয়ায় বৃহস্পতিবার ভোর থেকে ফ্লাইট চলাচল শুরু হয়।

সিলেট সমাচার
সিলেট সমাচার