ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২১৬

বন্যায় সংকটে আছে পশু-পাখিরাও, কী হবে তাদের?

সিলেট সমাচার

প্রকাশিত: ২৩ জুন ২০২২  

সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যায় বেশিরভাগ এলাকা তলিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা চলে গেছেন আশ্রয়কেন্দ্রগুলোতে। সঙ্গে করে নিয়ে গেছেন গবাদিপশু ও হাঁস-মুরগিও। বন্যা দীর্ঘায়িত হওয়ায় মানুষের পাশাপাশি পশু-পাখিদেরও খাদ্য ও সুপেয় পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। এ সংকট করুণ পরিস্থিতিতে দাঁড় করিয়েছে সড়ক ও বনের পশুপাখিদের। অবস্থা এমন যে প্রকৃতির এই সদস্যদের ক্ষতিটা কতটুকু; তারও হিসাব এখনও করা সম্ভব হয়ে ওঠেনি। 

সংশ্লিষ্টরা বলছেন, এই অঞ্চলের পশু-পাখিরা দূষিত পানি পান করছে, সেই সঙ্গে বাসস্থানের সমস্যা। ফলে এরই মধ্যে অনেক পশু-পাখির নানাধরনের রোগের দেখা দিয়েছে। খুব দ্রুত এ অঞ্চলের পশু-পাখির জন্য আলাদা বরাদ্দ দেওয়া না গেলে ভয়াবহ পরিস্থিতি দাঁড়াবে।

স্থানীয়ভাবে জেলা ও উপজেলা প্রাণিসম্পদ অফিসগুলো গবাদিপশু ও হাঁস-মুরগির সমস্যা অনুযায়ী প্রয়োজনীয় নানা সীমাবদ্ধতার মধেই চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। পরামর্শের সঙ্গে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের ভ্যাকসিন, পেটের সমস্যা ও নিউমোনিয়ার ওষুধ। কোথাও কোথাও ত্রিপল খাঁটিয়ে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে পশু-পাখির।

গত রোববারের (১৯ জুন) সিলেট জেলা প্রাণিসম্পদ অফিসের হিসাব অনুযায়ী, সিলেট জেলার সবগুলো উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ৭২টি ইউনিয়নে ৫ হাজার ৭৭৪ একর চারণভূমি প্লাবিত হয়েছে। গবাদি খামার, হাঁস-মুরগির খামার, কৃষি ভূমি ও দানাদার খাদ্য, নষ্ট খড় ও ঘাস ও মৃত পশু-পাখি মিলিয়ে মোট ক্ষতি আড়াই কোটি টাকারও বেশি।

বন্যার পানিতে নষ্ট হওয়া খড়ের পরিমাণ ১ হাজার ৯৩৪ টন, যার আনুমানিক মূল্য ৯৬ লাখ ৭০ হাজার টাকা এবং ঘাসের পরিমাণ ২ হাজার ৯৬১ টন, যার দাম প্রায় ১ কোটি ৪৮ লাখ ৫ হাজার টাকা। আর মারা গেছে ১১টি গরু, পাঁচটি মহিষ, ২৪টি ছাগল, ১০টি ভেড়া, ২ হাজার ৭১৫টি মুরগি ও হাঁস ৪৯১টি।

স্থানীয় ব্যবস্থাপনায় চিকিৎসা কার্যক্রম চললেও এই দুর্যোগ মোকাবেলায় ক্ষেত্রে এখনও কোনও বরাদ্দ পাওয়া যায়নি বলে জানিয়েছেন একাধিক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। এ বিষয়ে বুধবার (২২ জুন) জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুস্তম আলী বলেন, বন্যায় পশু-পাখির খাদ্য সংকটটা সবচেয়ে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। চলমান পরিস্থিতি জেলা ও বিভাগীয় কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী দুই-তিন দিনের মধ্যে কিছু বরাদ্দের ব্যবস্থা করার সম্ভাবনার কথা জানিয়েছে।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদার বলেন, গবাদিপশুর ক্ষেত্রে খাদ্যের সংকট সবচেয়ে বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পানি আটকে খড়কুটো ও ঘাস নষ্ট হয়ে গেছে। পানি শুকালে এসব খাদ্য নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। সে জন্য বরাদ্দের প্রয়োজন রয়েছে। বিষয়টি নিয়ে বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ক্ষয়ক্ষতির বিষয়টি নিরূপণ করছেন।

এদিকে, বন্য পশু-পাখিদের আবাস ও খাবার ব্যবস্থার ক্ষেত্রে সংকট দেখা দিলেও কার্যকর কোনও উদ্যোগ নেওয়ার কথা জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কেবল পোষ্য প্রাণিসম্পদের কী পরিমাণ ক্ষতি হয়েছে ও হচ্ছে, সেটি নিরুপণে কাজ করার বিষয়টি জানিয়েছেন তারা। এ নিয়ে পশু-পাখিপ্রেমীদের সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার