ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৪৯

বিয়ানীবাজার পৌর নির্বাচনে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন যারা

সিলেট সমাচার

প্রকাশিত: ১৬ জুন ২০২২  

সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় শান্তিপূর্ণভাবে দ্বিতীয়বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বুধবার (১৫ জুন) ভোট দিয়েছেন পৌরবাসী। দিনভর টানা ভোট গ্রহণ শেষে ফলাফলে এসেছে চমক।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র মো. আব্দুস শুকুরকে হারিয়ে বিজয়ী হয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী ফারুকুল হক। চামচ প্রতীকে তিনি পেয়েছেন ৪ হাজার ১০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আব্দুস সবুর মোবাইল ফোন প্রতীকে ২ হাজার ৩১৮ পেয়েছেন। আর নৌকা প্রতীকে আব্দুস শুকুর ২ হাজার ২৭০ ভোট পেয়ে ৩য় অবস্থানে রয়েছেন।

আর এবারের নির্বাচনে ফারুকুল হকের সঙ্গে সংরক্ষিত ৩ জন নারী কাউন্সিলর ব্যতিরেকে সাধারণ ওয়ার্ডে ৫ জন নতুন এবং ৪টিতে বর্তমান কাউন্সিলররা বিজয়ী হয়েছেন।

বিয়ানীবাজারে সংরক্ষিত মহিলা আসনে বিজয়ী যারা: সংরক্ষিত ১নং ওয়ার্ডে বিজয়ী শেফা বেগম (চশমা) ৩ হাজার ৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মুন্নি বেগম (আানারস) ৯৬৫ ভোট।

সংরক্ষিত ২নং ওয়ার্ডে মোছা: রুবি বেগম (আনারস) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৩৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বি বর্তমান কাউন্সিলর মালিকা বেগম (অটোরিকশা) ১ হাজার ৭০ ভোট পেয়েছেন।
 
সংরক্ষিত-৩ ওয়ার্ডে শিল্পী বেগম ১ হাজার ৭১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নাজমুন নাহার নিপা ১ হাজার ৫৫৯ ভোট পেয়েছেন।

সাধারণ ওয়ার্ডে বিজয়ী যারা: সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ীরা হলেন-বর্তমান কাউন্সিলর এমাদ আহমদ (ব্লাক বোর্ড) ৭২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আফজল হোসেন (উটপাখি) ৪৩৪ ভোট পেয়েছেন।

সাধারণ-২ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ছয়ফুল আলম (ডালিম) ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ওয়াহিদুর রহমান (উটপাখি) ৪১৫ ভোট পেয়েছেন।

সাধারণ-৩ ওয়ার্ডে মো. আকবর হোসেন (টেবিল ল্যাম্প) ১ হাজার ১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান কাউন্সিলর সাহাব উদ্দিন (পাঞ্জাবী) ৪৭৬ ভোট পেয়েছেন।

সাধারণ-৪ ওয়ার্ডে ৭ প্রার্থীকে ডিঙিয়ে মো. আবুল কাশেম (স্ক্রু ড্রাইভার) ৩৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাইবুল আলম রেজা (পাঞ্জাবী) ৩৫৭ ভোট পেয়েছেন।

সাধারণ-৫ ওয়ার্ডে মো. সাইফুল ইসলাম (ডালিম) ৭০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সেলিম উদ্দিন (পানির বোতল) ৪৭০ ভোট পেয়েছেন।

সাধারণ-৬ ওয়ার্ডে এহছানুল ইসরাম (পানির বোতল) ৭৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. সাব্বির আহমদ (পাঞ্জাবী) ৩৭৩ ভোট পেয়েছেন।

সাধারণ-৭ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মিছবাহ উদ্দিন (উটপাখি) ৪৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আক্তারুজ্জামান (পাঞ্জাবী) ২৯১ ভোট পেয়েছেন।

সাধারণ-৮ ওয়ার্ডে মোহাম্মদ এনাম হোসেন (পাঞ্জাবী) ৪৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান কাউন্সিলর আব্দুল কাইয়ুম (ব্রিজ) ৪৫১ ভোট পেয়েছেন।

সাধারণ-৯ ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্দুর রহমান আফজল (টেবিল ল্যাম্প) ৬০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শামীম আহমদ (পাঞ্জাবী) ২৬৫ ভোট পেয়েছেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২ লাখ ৪০ হাজার ১০০ ভোটারের মধ্যে ৬৭ হাজার ৫৯১ ভোট কাস্ট হয়েছে। এর মধ্যে ৮২৪ ভোট বাতিল এবং ৬৬ হাজার ৬২৭ ভোট বৈধ হয়।

সিলেট সমাচার
সিলেট সমাচার