ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২২৫

ফেঞ্চুগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের পাল্টাপাল্টি কমিটি, উত্তেজনা

সিলেট সমাচার

প্রকাশিত: ৩১ মার্চ ২০২২  

সিলেটের ফেঞ্চুগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের পাল্টাপাল্টি কমিটি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। কেন্দ্র থেকে এক কমিটি ও জেলা থেকে আরেকটি কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। উভয় কমিটিতে সভাপতি রাখা হয়েছে একজনকে। সাধারণ সম্পাদক করা হয়েছে দুইজনকে। এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে নানা বিভ্রান্তি দেখা দিয়েছে। 


পাল্টাপাল্টি কমিটিকে কেন্দ্র করে শীর্ষ দুই পদপ্রত্যাশীর অনুসারীরা এক অপরকে কটাক্ষ করে ফেসবুকেও মন্তব্য করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে স্বেচ্ছাসেবক লীগের কমিটি। ভাইরাল হওয়া কমিটিতে দেখা যায়, ১৫ মার্চে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত কমিটিতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে আশরাফুল হাসান চৌধুরী কামরানকে সভাপতি ও নাহিদ সুলতান পাশাকে সাধারণ সম্পাদক করে ১০ জনকে সদস্য রাখা হয়। 

অপর কমিটিতে ৬ মার্চ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ স্বাক্ষরিত আংশিক কমিটি ঘোষণা দেওয়া হয়। এই কমিটিতে আশরাফুল হাসান চৌধুরী কামরানকে সভাপতি ও জুনেদ আহমদকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট কমিটি দেওয়া হয়েছে। 

কেন্দ্র ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক নাহিদ সুলতান তার পেইজে লিখেছেন- কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ আমাদের কমিটি অনুমোদন দিয়েছে। আমরা নবগঠিত কমিটির নেতারা আনন্দ মিছিল করেছি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক আমাদের মিষ্টি মুখ করিয়েছেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাদের সঙ্গে ছিলেন। 

কেন্দ্র ও জেলা ঘোষিত কমিটির সভাপতি আশরাফুল হাসান চৌধুরী কামরান বলেন, কেন্দ্রীয় ঘোষিত নবগঠিত কমিটির আমরা নেতৃবৃন্দ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে গত সোমবার রাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি। তিনিও কেন্দ্র ঘোষিত আমাদের কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। অপর কমিটি কতটুকু গ্রহণযোগ্য তা জেলা নেতারা ভালো বলতে পারবেন।

জেলা থেকে ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ বলেন, গত ১৮ ফেব্রুয়ারি ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আমরা পদপ্রত্যাশীরা একমত না হতে পারায় জেলা কমিটি পরবর্তীতে কমিটি ঘোষণা করবে বলে জানান। এরপর জেলা সভাপতি ও সম্পাদক একটি কমিটির তালিকা কেন্দ্রে পাঠান। সেই কমিটিতে আশরাফুল হাসান চৌধুরী কামরানকে সভাপতি ও আমাকে সাধারণ সম্পাদক করা হয়।

হঠাৎ দেখি কেন্দ্রীয় দফতর সম্পাদকের স্বাক্ষরে আরেকটি কমিটি। তিনি অভিযোগ করে বলেন, স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব তার বলয় ভারি করার জন্য পাল্টা কমিটি করিয়েছেন। আমি তৃণমূল থেকে উঠে আসা একজন কর্মী। আমি জন্মসূত্রে আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমি উড়ে এসে জুড়ে বসা কোনো বসন্তের কোকিল নয়। আমি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি। প্রতিহিংসার কারণে এমপি হাবিব আমাকে মাইনাস করে কমিটি করার জন্য উঠেপড়ে লেগেছেন।

এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ জানান, গণমাধ্যমে জানতে পেরেছি ফেঞ্চুগঞ্জসহ দক্ষিণ সুরমা ও বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি কেন্দ্র অনুমোদন দিয়েছে। এ বিষয়ে আমি কিছুই জানি না। গত ৬ মার্চ আমরা জেলা সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিটি কেন্দ্রে পাঠিয়েছি।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ বলেন, কেন্দ্র আমাদের অভিভাবক। কেন্দ্র যে কমিটি দিয়েছে তা আমাদের মেনে নিতে হবে। জেলা সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত যে কমিটি হয়েছে বলে ফেসবুকে পোস্ট করা হচ্ছে, তা আমরা জেলা সভাপতি ও সম্পাদক উপজেলা কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত করতে ঐকমত্য হতে পারিনি বিধায় কেন্দ্রীয় দফতরে আমরা প্রাথমিকভাবে স্বাক্ষর করে পাঠিয়েছিলাম।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক আজিজুল হক আজিজ বলেন, কেন্দ্র ঘোষিত কমিটিই সঠিক।

সিলেট সমাচার
সিলেট সমাচার