ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৩৩৫

গোয়াইনঘাটে দুটি আশ্রয়কেন্দ্র নির্মাণ সম্পন্ন, অপেক্ষা উদ্বোধনের

সিলেট সমাচার

প্রকাশিত: ২০ মার্চ ২০২২  

সিলেটের গোয়াইনঘাটে স্থাপিত হয়েছে দৃষ্টিনন্দন বন্যা আশ্রয়ণ কেন্দ্র। উপজেলার পূর্ব আলীরগাঁওয়ে আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় এবং নন্দিরগাঁও ইউনিয়নের দশগাঁও নয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র ২টি নির্মাণ করা হয়েছে। এখন আনুষ্ঠানিক উদ্বোধন বাকি।

জানা যায়, আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ে স্থাপিত তিন তলা বিশিষ্ট বন্যা আশ্রয়কেন্দ্রটির প্রাক্কলিত মূল্য ছিল ৩ কোটি ৫৮ লক্ষ ২৩ হাজার ৫৬ টাকা এবং দশগাঁও নয়াগাঁও উচ্চ বিদ্যালয়ে স্থাপিত বন্যা আশ্রয়কেন্দ্রটির প্রাক্কলিত মূল্য ৩ কোটি ৪৩ লক্ষ ৮৮ হাজার ৮শত ৩৫ টাকা।

দূর্যোগকালীন সময়ে মানুষের জান মাল রক্ষায় ভূমিকা পালন করবে এসব বন্যা আশ্রয়কেন্দ্র।

গোয়াইনঘাটের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের প্রচেষ্টায় এই ২টি ফ্লাড শেল্টার বাস্তবায়নের পাশাপাশি অন্যান্য ইউনিয়নে আরও ৬টি অনুরূপ ফ্লাড সেন্টার নির্মাণের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান জানান, দূর্যোগের সময় পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় আক্রান্ত মানুষজন ও গবাদি পশু রক্ষায় এসব ফ্লাড সেন্টার ব্যবহৃত হবে। সরকার জনগণের জন্য উদার মনমানসিকতা নিয়ে এমন দৃষ্টিনন্দন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। এসব ফ্লাড সেন্টার সারা বছর সংশ্লিষ্ট স্কুল সমূহের বিদ্যালয় কার্যক্রমে পুরোদমে ব্যবহৃত হবে।

গোয়াইনঘাটের উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করছে। এখানকার এমপি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষা, যোগাযোগ, চিকিৎসা,এমনকি দূর্যোগ কালীন সময়ে ক্ষতিগ্রস্থ মানুষের কল্যাণে ফ্লাড শেল্টার বাস্তবায়িত হয়েছে। জনগণের জন্য ভবিষ্যতেও বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, আমি রাজনীতির শুরু থেকে আজ পর্যন্ত জনগণের দোরগোড়ায় থেকে কাজ করে যাচ্ছি। যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোসহ জনগুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। ভবিষ্যতেও আমি জনগণের জন্য ভালো কাজ করতে চাই সবসময়ই।

সিলেট সমাচার
সিলেট সমাচার