ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
২৭১

কানাইঘাটে একাধিক ডাকাতি মামলার আসামী সাহাব গ্রেফতার

সিলেট সমাচার

প্রকাশিত: ৯ মার্চ ২০২২  

গত শনিবার গভীর রাতে সিলেটের কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের লামা ঝিঙ্গাবাড়ী গ্রামের হাবিব উল্লার বাড়ীতে ডাকাতির ঘটনার সাথে জড়িত দুটি ডাকাতিসহ বেশ কয়েকটি মামলার আসামী সাহাব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের নিজ ঝিঙ্গাবাড়ী গ্রামের মৃত সিফত উল্লার ছেলে।
 
সাহাব উদ্দিনকে থানায় নিয়ে আসার পর পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে সে প্রাথমিকভাবে শনিবার গভীর রাতে লামা ঝিঙ্গাবাড়ী গ্রামের হাবিব উল্লার একতলা বাড়ীতে দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসাবে বসবাসরত কুমিল্লার মুরাদনগর থানার বরইয়াকুড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে স্থানীয় বোরহান উদ্দিন বাজারের স্বর্ণাকার আতিকুর রহমান রাজীবের ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

পরে সাহাব উদ্দিনের জবানবন্দীর সূত্র ধরে তাকে সাথে নিয়ে পুলিশ তার নিজ বাড়ীর বসত ঘরে তল্লাশি চালিয়ে ডাকাতির ঘটনার সাথে ব্যবহৃত রড কার্টার, একটি কালো রংয়ের মাংকি ক্যাপ এবং কালো পোষাক উদ্ধার করেন। 

বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়। ডাকাতির ঘটনার সাথে কারা কারা জড়িত রয়েছে তাদের পরিচয় সনাক্তসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য পুলিশ আদালতে সাহাব উদ্দিনের রিমান্ড চাইবে বলে জানিয়েছেন ওসি তাজুল ইসলাম।

এছাড়া এ ডাকাতির ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
 
প্রসঙ্গত, গত শনিবার রাত অনুমান ৪টার দিকে স্বর্ণকার আতিকুর রহমান রাজীবের ভাড়াটিয়া বাসায় একদল ডাকাত হানা দিয়ে পরিবারের কয়েক সদস্যকে বেঁধে স্বর্ণালংকার, নগদ টাকাসহ অনুমানিক ৫ লাখ টাকার মালামাল দুর্বৃত্তরা নিয়ে যায়। 

এ ঘটনায় আতিকুর রহমান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ডাকাতির পরপরই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে দুর্বৃত্তদের আটকের চেষ্টা করলে তাৎক্ষনিক কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে ২টি ডাকাতিসহ ৯টি মামলার আসামী ডাকাতির ঘটনার সাথে জড়িত এলাকার কুখ্যাত অপরাধী সাহাব উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত  পুলিশ করতে পারবে বলে এ মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানিয়েছেন। 

ডাকাতির ঘটনার পর গত সোমবার সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিনসহ সিলেটের সিআইডি ও ডিবি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার