গোয়াইনঘাটে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত হচ্ছে ‘বীর নিবাস’
সিলেট সমাচার
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ১০৬ টি বাড়ি তৈরি করে দিচ্ছে সরকার। এই প্রকল্পটি নেয়া হয়েছে ‘অসচ্ছল’ মুক্তিযোদ্ধাদের জন্য। বীর মুক্তিযোদ্ধাদের নিজস্ব জমিতে নির্মাণ করা হবে ওই বাড়ি গুলি। আর ওইসব বাড়ি গুলির নাম হবে ‘বীর নিবাস’।
চলতি বছর থেকে ২০২৩ সালের অক্টোবরের মধ্যে এই বাড়ি গুলির নির্মাণ শেষ করা হবে। সরকারের নিজস্ব অর্থায়নে একটি বাড়ি নির্মাণে ব্যয় হবে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা। মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সারাদেশে প্রায় ৪ হাজার ১২২ কোটি ৯৮ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে ‘অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে এসব আবাসনের ব্যবস্থা।
প্রকল্পটি বাস্তবায়ন করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানদের আর্থ-সামাজিক উন্নয়নে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান বাছাই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সাথে বাছাই কমিটিতে আরো ৪ সদস্য রয়েছেন। গোয়াইনঘাট উপজেলায় গৃহনির্মাণে যে সকল বীর মুক্তিযোদ্ধাগনের নিজ নামে ৪ শতক জমি রয়েছে তাদেরকেই বীর নিবাস নির্মাণে বাছাই করা হয়েছে। নির্ধারিত ৫ সদস্যবিশিষ্ট কমিটির মাধ্যমে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের বাছাই করা হয়েছে।
কমিটির অন্য সদস্যা হলেন- উপজেলা সমাজসেবা অফিস, প্রকৌশলী ও স্থানীয় দু’জন মুক্তিযোদ্ধা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের স্বচ্ছতা আনার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা উপপ্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। গৃহ নির্মাণে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার ভূমি তানভীর হোসেনের নেতৃত্বে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে বীর মুক্তিযোদ্ধা গনের প্রস্তাবিত গৃহের জমি দাগ-খতিয়ান দেখে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে সুপারিশ করেছেন। এছাড়া আবেদন যাচাই-বাছাই করে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের গৃহ বরাদ্দ দেয়ার জন্য গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান গোয়াইনঘাট উপজেলায় ১০৬ টি গৃহ নির্মাণ চূড়ান্ত করেছেন।
কেমন হবে ‘বীর নিবাস’ পাকা ১ তলা প্রতিটি বাড়ি হবে ৬৩৫ স্কয়ার ফিটের। এর মধ্যে ২টি প্রধান কক্ষ (বেড রুম), ১টি অতিথি কক্ষ (ড্রয়িং রুম), ১টি খাবার কক্ষ (ডাইনিং-রুম), ১টি রান্না ঘর ও ২টি বাথরুম থাকবে।
সূত্র জানায়, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের মধ্যে যারা অসচ্ছল তারাই এসব বাড়ি বরাদ্দ পাবেন। সারাদেশের উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছিল। অসহায় এবং আর্থিকভাবে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন সুবিধা নিশ্চিত করতেই দ্বিতীয় পর্যায়ে এ প্রকল্প নেয়া হচ্ছে।
সূত্র আরো জানায়, এ আবাসন বরাদ্দের জন্য অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা, শহীদ-প্রয়াত বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী ও সন্তান আবেদন করতে পারবেন। বীরাঙ্গনাদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে সরাসরি বরাদ্দ দেয়া হচ্ছে। এক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোন যাচাই-বাছাই ছাড়াই আবেদনটি সরাসরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে পাঠাবেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যাচাই-বাছাই শেষে সরাসরি তাদের বিপরীতে আবাসন বরাদ্দ দেবে। সুবিধাভোগীকে বরাদ্দপ্রাপ্ত বাড়িটি শুধু নিজের বাড়ি হিসেবে ব্যবহার করবেন মর্মে চুক্তিপর্বে অঙ্গীকার করতে করা হয়েছে। এ বাড়িটি কোনভাবেই বিক্রি বা অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না। নির্মিত বাড়িটির মূল অবকাঠামোগত কোন পরিবর্তন-পরিবর্ধন বা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা যাবে না।
বাড়িটি সংস্কার, মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যয় বরাদ্দপ্রাপ্ত সুবিধাভোগী নিজ খরচে বহন করবেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান অসহায় এবং আর্থিকভাবে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন সুবিধা নিশ্চিত করতে সরকার বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে গৃহ নির্মাণের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছিল। এরই প্রেক্ষিতে সরকারি বিধিবিধান মেনে যথাযথ প্রক্রিয়ায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১০৬ টি বীর নিবাস নির্মাণের চূড়ান্ত তালিকা অনুমোদন হয়েছে।
তিনি জানান, উপজেলার রুস্তুমপুর ইউনিয়নে ১৮ টি, পশ্চিম জাফলং ইউনিয়নে ১১টি,পূর্ব জাফলং ইউনিয়নে ১৭ টি, লেঙ্গুড়া ইউনিয়নে ১৫ টি, পূর্ব আলীরগাঁও ইউনিয়নে ১ টি, ফতেহপুর ইউনিয়নে ৩ টি, নন্দীরগাঁও ইউনিয়নে ৫ টি, তোয়াকুল ইউনিয়নে ৬ টি, ডৌবাড়ী ইউনিয়নে ৩ টি, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নে ১২ টি,মধ্য জাফলং ইউনিয়নে ১০ টি এবং গোয়াইনঘাট সদর ইউনিয়নে ৫ টি ‘বীর নিবাস’ নির্মাণ করা হবে। তবে এই ১০৬ ই শেষ না, আরো বরাদ্দ আসতে পারে যদি আমাদের প্রয়োজন হয়, আর বীরাঙ্গনা দের জন্য আলাদা ভাবে বরাদ্দ দেয়া হবে। তারা শুধু আবেদন করলেই হবে। বর্তমানে বীর নিবাস গুলো টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, ‘সারাদেশে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৩০ হাজার বাড়ি বরাদ্দ দেয়া হচ্ছে। প্রত্যেকটি উপজেলায় নির্বাহী কর্মকর্তার প্রতিবেদনের আলোকে এই বাড়ি বরাদ্দ দেয়া হচ্ছে। এক্ষেত্রে জমির দাগ-খতিয়ান দেখে চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে।
২০২৩ সালের মধ্যে এই বীর নিবাস নির্মাণ কাজ শেষ হবে বলে জানান তিনি।
প্রথমে বীর মুক্তিযোদ্ধাদের বসবাসের জন্য ১৪ হাজার পাকা বাড়ি নির্মাণ করার সিদ্ধান্ত ছিল। কিন্তু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সেই সংখ্যা বাড়িয়ে ৩০ হাজার করা হয়েছে। অর্থাৎ বীর মুক্তিযোদ্ধার জন্য ৩০ হাজার ‘বীর নিবাস’ তৈরি করে দেয়া হবে।

- ‘যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না’
- লেবাননে ডুবন্ত নৌকা থেকে ২৭ জন উদ্ধার
- ঢাকা-সিলেট রুটে যেসব ট্রেনে মিলবে লাগেজ ভ্যান সুবিধা
- পরিণীতির বিয়েতে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ, মোবাইল ক্যামেরায় স্কচটেপ!
- স্যান্ডউইচের দাম ৯৫ লাখ টাকা!
- উইন্ডোজ ১১-এর ক্রপ টুলে পরিবর্তন
- এশিয়ান গেমসের বর্ণিল উদ্বোধন
- বিশ্বের প্রথম ভাসমান মসজিদ নির্মাণ করছে দুবাই
- দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলন, ব্যবসায়ীকে জরিমানা
- পাকিস্তানকে টপকে নতুন রেকর্ড ভারতের
- রুশ স্থাপনায় হামলা বাড়িয়েছে ইউক্রেন
- সিকৃবিতে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের সভা সম্পন্ন
- সুনামগঞ্জের ছাতকে যুবলীগের সদস্য ফরম বিতরণ শুরু
- রাখির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তনুশ্রীর
- ভোক্তাপিছু কম ব্যয় করে বাংলাদেশ
- রাশিয়ার বন্ধু দেশের তালিকায় বাংলাদেশ
- প্রথম বাংলাদেশি হিসেবে যে মাইলফলক স্পর্শ করলেন তামিম
- ব্যাটিংয়ে ব্যর্থ লিটন, মেজাজ হারিয়ে ভাঙলেন ব্যাট
- নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসির পথে প্রধানমন্ত্রী
- দেশে নদ-নদীর সংখ্যা ১০০৮
- গরু নিয়ে বাড়ি ফেরা হলো না বাচ্চু মিয়ার
- হবিগঞ্জে চুরির দুই ঘন্টার মধ্যে টমটম উদ্ধার: আটক ২
- কৃষ্ণসাগরে রুশ নৌবহরের সদরদপ্তরে হামলায় নিহত ৯
- গ্রামের নাম ‘ভণ্ডগ্রাম’, বিড়ম্বনায় পরিবর্তন চান এলাকাবাসী
- অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দোয়ারাবাজারে জরিমানা
- প্রফেসর খলিলুর রহমানের মৃত্যুতে মেট্রোপলিটন ইউনিভার্সিটির শোক
- চট্টগ্রামে উদ্ধার হওয়া খ ণ্ড-বি খ ণ্ড দেহটি সিলেটি ব্যক্তির!
- ` শাবিপ্রবির গবেষণা বাজেট বৃদ্ধির ধারা অব্যহাত রাখার চেষ্টা করছি`
- ছাতকের গোবিন্দগঞ্জে ব্যবসায়ী সমিতি গঠন
- কুলাউড়ায় ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাই
- ঘরে ঘরে জ্বর, সাবধান থাকবেন যেভাবে
- শাবিতে বাংলার কিছু শিক্ষার্থীর ড্রপ সংস্কৃতির চর্চা, ক্ষোভ
- আরেকটি রানওয়ে হচ্ছে শাহজালালে
- জাতিসংঘের অধিবেশনে
শেখ হাসিনাসহ যোগ দিচ্ছেন শতাধিক রাষ্ট্রপ্রধান - উড়াল-পাতাল মিলেই চলবে মেট্রোরেল
- ডেঙ্গুতে সিলেটে প্রথম মৃ ত্যু
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর নলেজ পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন
- বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তার পরিমাণ বাড়ল
- ২২০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎকেন্দ্র হচ্ছে চকরিয়ায়
- আয়কর রিটার্ন
রিটার্ন দিলে ২২ খাতের আয়ে দিতে হবে না কর - ঢাকা থেকে বেনাপোল তিন ঘণ্টায়
- বর-কনে বিয়ের আগে ভিডিও কলে কথা বলতে পারবে?
- হবিগঞ্জে চা শ্রমিকদের বকেয়া ৫২ লাখ টাকা পরিশোধ
- ৪ দেশের প্রেসিডেন্টদেরকে যে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রকে ৩৩০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
- ৪৩ ধরনের পণ্যে নগদ সহায়তা অব্যাহত
- মৃত্যু পরোয়ানাও বঙ্গবন্ধুকে টলাতে পারেনি: মোস্তাফা জব্বার
- চা শ্রমিক-কর্মচারীদের নিম্নতর মজুরি ঘোষণা
- কুলাউড়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- ড. ইউনূস আসলে কী চান?
