ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৬৯

ওসমানপুরে নৌকার জয়, নেপথ্যে সাত ভাই

সিলেট সমাচার

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২২  

ওসমানীনগরের ওসমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছে নৌকা। উপমহাদেশের প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের দলীয় প্রতীকটি নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন ওয়ালিউল্লাহ বদরুল। বিশাল ব্যবধানে নৌকার জয় প্রমাণ করেছে, এই ইউনিয়নে নৌকার প্রার্থী মনোনয়নে কোন ভুল করেনি দলটির নির্বাচন বোর্ড। তবে এই প্রার্থীর জয় নিশ্চিতে তার সাত ভাইয়ের অসামান্য অবদান ও কঠোর পরিশ্রমের কথাও মনে রেখেছেন স্থানীয় ভোটার এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার ৬ষ্ঠ ধাপে সিলেট বিভাগের ২৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ইউনিয়নগুলোর একটি ওসমানীনগরের ওসমানপুর ইউনিয়ন। এ ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগ এমন একজনকে মনোনয়ন দিয়েছিল, যার আছেন ৭ ভাই এবং তারা প্রত্যেকেই আওয়ামী ঘরানার রাজনীতির সাথে শুধু জড়িতই নয়, বেশ গুরুত্বপূর্ণ পদে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। 

ওয়ালিউল্লাহ বদরুলের ভাই নাজমুল ইসলাম সিলেট জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি। আরেক ভাই সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আরেক ভাই ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি।

তার অপর ৪ ভাইও কোন না কোনভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী রাজনীতির সাথেই জড়িত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ালিউল্লাহ বদরুলকে নৌকার প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়ার পরপরই তারা ৭ ভাই মিলে নেমে পড়েন নির্বাচনী ময়দানে। ওসমানপুর ইউনিয়নটি বরাবরই জাতীয়তাবাদী ঘরানার একটি শক্তিশালী ঘাটি হিসাবে পরিচিত ছিল। এমন বৈরি অবস্থায় নৌকার জয় নিশ্চিত করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেন।

ওয়ালিউল্লাহ বদরুলের পরিবারের সাথে ঘনিষ্ঠ একাধিক সূত্র, এ ইউনিয়নের নিবেদিতপ্রাণ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগসহ এই ধারার রাজনীতির সাথে জড়িত সব নেতাকর্মীর প্রতি শ্রদ্ধা রেখেই জানায় যে, তারা ৭ ভাইয়ের ঐক্যবদ্ধ চেষ্টা নৌকার জয় নিশ্চিত করেছে।

সূত্রগুলোর মতে, বিএনপির এমন একটা শক্তঘাটিতে ধ্বস নামিয়ে আওয়ামী লীগের জয় পাওয়া খুব কঠিন ছিল। কিন্তু ওয়ালিউল্লাহ বদরুলের ৭ ভাই যখন নির্বাচনী মাঠে নামেন, ভোটারসহ সচেতন মানুষের দরোজায় দরোজায় ভোট প্রার্থনা করেন- তাতে অনুপ্রাণীত হয়েছেন সর্বস্থরের নেতাকর্মীরা। 

তারা নিজেরাও দলমত নির্বিশেষে ভোটারদের কাছে ছুটে যান। একটা সময় দেখা যায়, এই সাত ভাই সাতশ’ ভাই হয়েই কাজ করছেন নির্বাচনী ময়দানে। এতে সাড়া পড়ে চারদিকে।

সে সাড়া এমন সাড়া যে, সোমবারের নির্বাচনে দায়িত্ব পালনরত অ্যাজেন্টদের দেয়া তথ্য মতে বিশাল ব্যবধানে জয় পেয়েছে নৌকা। আর সাধারণ মানুষ এর সিংহভাগ কৃতিত্ব দিচ্ছেন ওয়ালিউল্লাহ   ও তার অপর ৬ ভাইকে। 

ভ্রাতৃত্বের এমন বন্ধন অটুট থাকুক- এমনটাই প্রত্যাশা তাদের।

সিলেট সমাচার
সিলেট সমাচার