ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৫৭

সিলেটে নিহত ১০ শ্রমিক পরিবারকে ৫ লাখ টাকা আর্থিক অনুদান

সিলেট সমাচার

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১  

সিলেট জেলার আওতাধীন সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণকারী ১০ পরিবহন শ্রমিক পরিবারের মাঝে নগদ ৫ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এই অনুদান দিয়েছে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। 

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-১৪১৮) এর অন্তর্ভূক্ত বিভিন্ন শ্রমিক উপ কমিটির মৃত্যুবরণকারী ১০ পরিবারের প্রতিটি শ্রমিক পরিবারকে ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। 

নগদ টাকা পেয়ে মৃত্যুবরণকারী শ্রমিকদের পরিবার আবেগাপ্লুত হয়ে পড়েন। এই মহৎ উদ্যোগের জন্য জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তারা।

সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ বি-১৪১৮) এর সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুহিমের পরিচালনায় আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। 

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সহ সভাপতি আব্দুল মন্নান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রুনু মিয়া, সহ-সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত আবুল, প্রচার সম্পাদক হারিছ আলী, কোষাধ্যক্ষ আব্দুস শহিদ, সদস্য শাহ রিপন ও জসিম। 

এছাড়া অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন বেসিক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 
প্রধান অতিথির বক্তব্যে আসাদ উদ্দিন বলেন, পরিবহন শ্রমিকরাও আমাদের স্বজন। তাদের কল্যাণে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। সিলেট জেলা মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সদ্য মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিক পরিবারের মাঝে নগদ টাকা অনুদান প্রদানের মাধ্যমে এক যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করেছে। 

এ থেকে দেশ জাতি ও সমাজ উপকৃত হতে পারে। সমাজের সকল স্তরের মানুষের উচিত এভাবে একে অপরের পাশে সহযোগিতার মনোভাব নিয়ে দাঁড়ানো। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অসহায় পরিবারগুলো বেচে থাকার সাহস পাবে।

উল্লেখ্য-বর্তমান কমিটি নির্বাচিত হওয়ার পর থেকে শ্রমিকদের কল্যাণে কাজ করছে। পাশাপাশি মৃত্যুবরণকারী পরিবহন শ্রমিকদের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে। এর আগে চলতি বছরের ২১ নভেম্বর আরো ৮ পরিবারের মাঝে নগদ ৪ লক্ষ টাকা এবং ১৯ অক্টোবর ৩ পরিবারের মাঝে আরো দেড় লক্ষ টাকা অনুদান প্রদান করেন ইউনিয়নের নেতৃবৃন্দ।

সিলেট সমাচার
সিলেট সমাচার