ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৭৫

ফেঞ্চুগঞ্জে তালামীযের কাউন্সেলিং অনুষ্ঠান

সিলেট সমাচার

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২১  

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল করিম মহসিন বলেন, জীবনের দীর্ঘতর একটি পথচলা অতিক্রম করে শিক্ষার্থীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গণ্ডি অতিক্রম করে। জীবনের গুরুত্বপূর্ণ এই ধাপে অবতীর্ণ হওয়ার সময় যেখানে পরবর্তী জীবনের দিকনির্দেশনা পাওয়ার কথা সেখানে তাঁরা বিভিন্ন অপসংস্কৃতি করাল গ্রাসে আচ্ছন্ন ও উগ্রপন্থীদের নিশানায় নিপতিত হয়।

যার ফলে অনেক সময় শিক্ষার্থীরা অনাকাঙ্ক্ষিতভাবে সঠিক পথ খুঁজে পেতে ব্যর্থ হয়। মাদরাসা শিক্ষা ব্যবস্থায় বিজাতীয় অপসংস্কৃতির প্রবেশে বাঁধা থাকলেও অন্যান্য শিক্ষালয়গুলোতে অপসংস্কৃতির সাথে শিক্ষার্থীদের পরিচয় ঘটানো অত্যন্ত সহজসাধ্য। শিক্ষার্থীদেরকে 'র‍্যাগ ডে' নামক নতুন একটি অপসংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে, যা পরবর্তী প্রজন্মের ভয়াবহ মানসিক অধঃপতনের একটি কারণ হবে। জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের এ ধরনের বিজাতীয় অপসংস্কৃতির করাল গ্রাস থেকে রক্ষায় পরিবার, সমাজ ও বিদ্যালয় কর্তৃপক্ষসহ আমাদের সবাইকে যথাযথ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলা আয়োজিত দাখিল/এসএসসি ও আলিম/এইচএসসি পরীক্ষার্থীদের কাউন্সেলিং অনুষ্ঠান ও দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শাখা সভাপতি আব্দুল্লাহ আল মাওসুফ'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামিল আহমদ ও সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোতালিব'র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়'র সভাপতি সাইফুল্লাহ বিন নামর।

শাখা সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা হারুনুর রশিদ, সহ-সভাপতি ও ১নং ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা কাজী বদরুদ্দোজা, সাধারণ সম্পাদক মাওলানা কাজী আব্দুল জলিল, সংগঠনের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট'র সাধারণ সম্পাদক শাহ ইয়াহইয়া আহমদ, সিলেট (পূর্ব) জেলার সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সুনামগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক মো. শাহ আলম ও সিলেট (পূর্ব) জেলার সদস্য হাফিজুল ইসলাম কুদ্দুস।

 এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি দেওয়ান মাহমুদ রিমন, হাবিবুর রহমান, সহ-প্রচার সম্পাদক ইসমাঈল হোসেন, তারেকুল ইসলাম, অফিস সম্পাদক নাঈম আহমদ, মাইজগাঁও ইউনিয়ন সভাপতি আহমেদ শরিফ, সাধারণ সম্পাদক ইমরান নূর, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, উত্তর কুশিয়ারা ইউনিয়ন সভাপতি সাজিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন সাধারণ সম্পাদক আরিফ হোসেন প্রমুখ।

সিলেট সমাচার
সিলেট সমাচার