ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বুধবার ১৬ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ৩১ ১৪৩১

  • || ১১ রবিউস সানি ১৪৪৬

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৬৯

যে বাজারে লাভ করেন না বিক্রেতারা

সিলেট সমাচার

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৪  

আছে চাল, ডাল ও সবজি থেকে প্রায় সব পণ্য। তবে দাম আর সব সাধারণ বাজারের থেকে অনেক কম।

কারণ, এ বাজারে লাভ করেন না বিক্রেতারা। বিনা লাভের এই বাজার পরিচালনা করছে ফেনীর স্বেচ্ছাসেবকরা।  

 

ফেনীতে সম্প্রতি ভয়াবহ বন্যায় উদ্ধার-ত্রাণ বিতরণ ও সরকার পতন পরবর্তী নানা কার্যক্রমের পর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্বেচ্ছাসেবকদের সমন্বিত প্লাটফর্ম ‘ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার’। সাশ্রয়ী দামে সাধারণ মানুষদের নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্য সরবরাহের উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পুরো আয়োজনে স্বেচ্ছাশ্রমে স্থানীয় স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।  

মুনাফা ছাড়া এ বাজারে চাল, ডাল, মটর, তেল, চিনি, আলু, পেঁয়াজসহ আরও পাঁচ ধরনের সবজি বিক্রি করা হচ্ছে। কম দামে পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা।  

এ বাজারের উদ্যোক্তারা জানান, তীব্র রোদ উপেক্ষা করে কাজ করে বিনা লাভের বাজারের মাধ্যমে মানুষের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছে তারা। এটি অনেক কষ্টসাধ্য ব্যাপার হলেও অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে বাজারের কার্যক্রমের চলছে।  

অন্যতম উদ্যোক্তা ওসমান গণী রাসেল বন্যায় এমনিতেই সাধারণ মানুষ আছে কষ্টে। তার ওপর দ্রব্যমূল্যের কষাঘাত। সাধারণ মানুষদের একটু স্বস্তি দিতে আমাদের এই উদ্যোগ। নুর নবী হাসান নামের আরে উদ্যোক্তাও জানালেন এমন ধরনের কথা।  

আবু তাহের নামের এক ক্রেতা বলেন, অন্যান্য বাজারের চাইতে এখানে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা কম। এটা সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির। স্বেচ্ছাসেবকদের এমন উদ্যোগে মানুষ উপকৃত হচ্ছে।  

পারভীন আক্তার নামের আরেক ক্রেতা জানান, স্বেচ্ছাসেবকদের এমন উদ্যোগের জন্য আমরা দোয়া করি। তারা কষ্ট করে, কম দামে সাধারণ মানুষদের পণ্য সরবরাহ করছে।  

বাজারে যে সবজি ৬০ থেকে ৮০ টাকা বিক্রি হচ্ছে সেগুলো এ বাজারে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪৫ টাকায়। তবে বিনা লাভের এ বাজার থেকে একটি পণ্য সর্বোচ্চ এক থেকে দুই কেজি কেনার সুযোগ রয়েছে।  

সোমবার (৯ সেপ্টেম্বর) বাজার ঘুরে দেখা গেল চাল প্রতি কেজিপ্রতি ৫২ টাকা, পিঁয়াজ ১০৭ টাকা, আলু ৪৭ টাকা, সয়াবিন তেল এক লিটার ১৪৫ টাকা, মটর ডাল ৭২ টাকা, মসুর ডাল ১০৮ টাকা, পটল ২০ টাকা, পেঁপে ৩০ টাকা, শসা ৩৫ টাকা, চিচিঙ্গা ৩৫ টাকা, বরবটি সিম ৫৫ টাকা, জালি কুমড়ো ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।  

সিলেট সমাচার
সিলেট সমাচার