• শুক্রবার   ২৪ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৯ ১৪২৯

  • || ০১ রমজান ১৪৪৪

সর্বশেষ:
আগামীকাল সিলেটের আকাশে ‘ফায়ার ফ্লো’  দেশের খাদ্যপণ্যের বাজার স্বাভাবিক রয়েছে : পরিকল্পনামন্ত্রী
১৪৬

ছাগলের গর্ভে মহিষের বাচ্চা!

সিলেট সমাচার

প্রকাশিত: ১০ মার্চ ২০২৩  

পাবনার ঈশ্বরদীতে ছাগলের গর্ভে মহিষের বাচ্চা প্রসবের খবর ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগরে ওয়াবদা গেটের সামনে বুলবুল ডাক্তারের বাড়িতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে বলে এলাকাবাসী জানায়। ছাগলের গর্ভ থেকে মহিষের তিনটি বাচ্চা প্রসবের খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়।

খবর পেয়ে শত শত লোক ভীড় জমায় বুলবুল ডাক্তারের বাড়িতে।

এ খবর নিশ্চিত করেছেন প্রতিবেশী সম্পদ ট্রেডার্সের মালিক মঞ্জুরুল আলম।

সরেজমিনে দেখা যায়, ছাগলের প্রসবকৃত বাচ্চা তিনটির মুখমণ্ডল ও পা মহিষের আকৃতির। তবে মহিষের প্রসবকৃত বাচ্চা আরো বড় হয়। আর এই বাচ্চাগুলো ছোট। দেখতে অবিকল মহিষের মতো।

এ খবর লেখা পর্যন্ত তিনটি বাচ্চা জীবিত থাকলেও শারীরিকভাবে দুর্বল। মা ছাগল বাচ্চাদের গা লেহন করে দুর্বলতা কাটানোর চেষ্টা করছে।

বাচ্চাগুলো জীবিত থাকলে, একটু বড় হওয়ার পর প্রকৃত অবস্থা বোঝা যাবে বলে জানান স্থানীয় পশু চিকিৎসক আলমগীর হোসেন।

এ বিষয়ে ঈশ্বরদী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তিনি জানেন না। খোঁজখবর নিয়ে বিস্তারিত বলতে পারবেন।

তবে অনেক সময় বিকলাঙ্গ বাচ্চা অনেক কিছুর আকৃতি নিয়ে জন্মাতে পারে বলে মন্তব্য করেন তিনি।

 

সিলেট সমাচার
সিলেট সমাচার