• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৫ ১৪৩০

  • || ১৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আগামী ১০-১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে জাদু দেখিয়ে বিশ্বজয়, জাদুর কারণেই মর্মান্তিক মৃত্যু! সিলেটে এবার ভোট দিবেন হিজড়াও ফুলশয্যার রাতেই রহস্যজনক মৃত্যু, মিলল ঝুলন্ত লাশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ কোথায় গিয়ে বিয়ে করবেন, জানালেন এই সুপার হিরো স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় মাধবপুরে এক বখাটে আটক
১৫৫

৩৩ ইঞ্চির শাম্মিকে বিয়ে করলেন ৪৪ ইঞ্চির আল আমিন

সিলেট সমাচার

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩  

পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার মো. আল আমিন (২২) জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন একই উপজেলার সোহাগদল গ্রামের শাম্মি আক্তারকে (২০)। তারা দুইজনই একই রকম শারীরিক প্রতিবন্ধী। উচ্চতায় একেবারে খর্বাকার। আল আমিনের উচ্চতা ৪৪ ইঞ্চি ও শাম্মির উচ্চতা ৩৩ ইঞ্চি। 

দুই পরিবারের সম্মতিতে গত বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) অত্যন্ত জাঁকজমক ভাবে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মো. আল আমিন উপজেলার সদর ইউনিয়নের উত্তর শর্ষিনা গ্রামের আব্দুল হামিদের ছেলে। অপরদিকে একই ইউনিয়নের সোহাগদল গ্রামের বাসিন্দা মো. শাহজাহানের কন্যা শাম্মি আক্তার।

জানা গেছে,  এক লাখ টাকার দেনমোহর ধার্য করে তাদের বিয়ে হয়। উভয় পরিবারের লোকজনসহ পাড়া প্রতিবেশী সকলেই উৎফুল্লভাবে কনের বাড়ি থেকে বর-কনেকে বিদায় জানান। বৌ নিয়ে আল আমিন বাড়ি ফিরলে এলাকার শতশত মানুষ বর-কনেকে দেখতে ওই বাড়িতে ভিড় জমান। 

আল আমিন ও শাম্মি জানায়, পারিবারিকভাবে তাদের দুজনের এ বিয়েতে খুশি তারা।
 

সিলেট সমাচার
সিলেট সমাচার