• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের মৃত্যু : পরিবেশমন্ত্রীর শোক যুক্তরাষ্ট্র আরও স্যাংশন দিতে পারে: প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ চোরাকারবারি আটক আসন্ন বিশ্বকাপে যে দলকে চ্যাম্পিয়ন মনে করছেন গাভাস্কার শুরু হলো পঞ্চম সিলেট চলচ্চিত্র উৎসব খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার: আইনমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাঙালির বিশ্ব জয়ের সারথি: ফজিলাতুন নেসা ইন্দিরা
৪০১

একসঙ্গে গর্ভবতী হলেন যমজ তিন বোন

সিলেট সমাচার

প্রকাশিত: ৩ জুলাই ২০২১  

একসঙ্গে গর্ভবতী হলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ার যমজ তিন বোন। সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের খবরে জানা গেছে, ১৯৮৬ সালে জিনা পুরসেল, নিনা রাওলিংস এবং ভিক্টোরিয়া ব্রাউন নামে যমজ তিন বোন মাত্র চার মিনিটের ব্যবধানে জন্ম নিয়েছিলেন। ৩৫ বছর পর এখন একই সঙ্গে গর্ভবতী হয়েছেন এই তিন বোন। সন্তান জন্মও দেবেন কয়েক মাসের ব্যবধানে।

জিনা বলেন, যখন আমরা ছোট ছিলাম, তখন প্রায়ই বলতাম আমরা সবাই একসঙ্গে মা হবো। তবে সবার আগে আমার বিয়ে হয়। আমি বাচ্চার জন্মও দিই। আমাদের সময় ভিন্ন ভিন্ন সময়ে বিয়ে হওয়ায় এটা কখনও সম্ভব হবে বলে ভাবিনি আমি। তিনি বলেন, এমনটা নয় যে, আমরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছি, জীবনের কোনও একটা সময় আমরা সবাই একসঙ্গে মা হবো।

নিজেদের জীবনের এমন স্মরণীয় এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে উচ্ছ্বসিত এই তিন বোন। আগামী ৯ জুলাই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন ভিক্টোরিয়া। তার ছেলে সন্তান হবে। নিনা ২৮ আগস্ট তার প্রথম সন্তানের জন্ম দেবেন। তিনিও ছেলের মা হবে। আর জিনা নভেম্বরে মেয়ে সন্তানের মা হবেন। এটা তার তৃতীয় সন্তান।

সিলেট সমাচার
সিলেট সমাচার