• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
পুলিশের প্রচেষ্টায় মা-বাবার কাছে ফিরলেন সুমি দক্ষিণ আফ্রিকায় গুলিতে বিশ্বনাথের কিশোর নিহত সাংবাদিক নাদিম হত্যার প্রধান আসামি বাবুর হাইকোর্টে জামিন জকিগঞ্জে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ লাখ টাকায় বিক্রি হওয়া শিশু উদ্ধার, পিতাসহ গ্রেফতার ৪
৩৪

মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হয়ে গেল নির্বাচন!

সিলেট সমাচার

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

ভোট দিতে গিয়ে নজির গড়ে ফেলেছে স্পেনের একটি গ্রাম। মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হয়ে গেছে ভোটদানের প্রক্রিয়া!
অবাক লাগলেও সম্প্রতি এমনটাই হয়েছে স্পেনের লা রিওজা প্রদেশের ছোট্ট গ্রাম ভিলারোয়ায়। সেখানে স্থানীয় নির্বাচনে মাত্র ৩০ সেকেন্ডেই ভোটাররা ভোট দিয়েছেন।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, পুরো গ্রামে ভোটাধিকার রয়েছে ৭ জনের। ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হতেই মাত্র ৩০ সেকেন্ডে ভোট দেন ওই ৭ ভোটার। অতীতে এই নির্বাচনে তারা ৩২ সেকেন্ডের মধ্যে ভোট দিয়েছিলেন।

১৯৭৩ সাল থেকে ওই এলাকার মেয়র পদে রয়েছেন সালভাদর পেরেজ। তিনি বলেছেন, ‘আমি এই ব্যাপারে নিশ্চিত যে, সাতটি ভোট আমিই পাব।’

তিনি আরো জানিয়েছেন, গ্রামের বাসিন্দারা ভোটদানের প্রক্রিয়ায় খুব ভাল প্রশিক্ষিত। ভোটগ্রহণের প্রক্রিয়া শুরু হতেই তারা ভোট দেন। কোন গ্রাম কত আগে ভোট দেবে, এই নিয়ে স্পেনের গ্রামগুলির মধ্যে প্রতিযোগিতা চলে।

স্পেনের আরো একটি গ্রাম ইলান দে ভাকাসের সঙ্গে প্রতিযোগিতা করেছেন ভিলারোয়ার বাসিন্দারা। ইলান দে ভাকাস গ্রামের ভোটারের সংখ্যা ৩ জন। তবে তাদেরকে টেক্কা দিয়েই ৩০ সেকেন্ডে ভোট দিয়ে নজির গড়েছেন ভিলারোয়ার বাসিন্দারা।

সিলেট সমাচার
সিলেট সমাচার