ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৩৮

ইউক্রেনকে ট্যাংক দিলেও যুদ্ধবিমান দেবে না জার্মানি

সিলেট সমাচার

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

ইউক্রেনে সমস্ত ধরনের প্রতিরক্ষা সামগ্রী সরবরাহ করলেও কোনও যুদ্ধবিমান পাঠাবে না জার্মানি।

সোমবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান একটি সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে ওলাফ শোলৎজ এই মন্তব্য করেন। একইসঙ্গে যুদ্ধ চালাতে বারবার অস্ত্র চাওয়ার বিরুদ্ধেও সতর্কতা উচ্চারণ করেন তিনি।

জার্মান চ্যান্সেলর বলেন, আমরা ইউক্রেনে সমস্ত ধরনের প্রতিরক্ষা সামগ্রী সরবরাহ করেছি। এমনকি সেখানে অস্ত্রও পাঠানো হয়েছে। এটিও সত্য যে আমরা যা করি তা আমাদের খুব সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হয়। তবে ইউক্রেনে আমাদের কোনও যুদ্ধবিমান অংশ নিবে না।

যুদ্ধ শুরুর পর থেকেই রুশ বাহিনীকে ঘায়েল করতে জার্মানিসহ ন্যাটোর অন্যান্য সদস্য রাষ্ট্রের কাছে থেকে অত্যাধুনিক বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র, অস্ত্র, কামান ও গোলাবারুদসহ সবশেষ অত্যাধুনিক লিওপার্ড টু ট্যাংক পাওয়ার পর সম্প্রতি পশ্চিমাদের কাছে যুদ্ধবিমান ও সাগর তলদেশে আক্রমণের জন্য উ-বোট (জার্মানির তৈরি সাবমেরিন) চেয়ে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।

কিয়েভের এমন দাবিকে 'সমরাস্ত্র নিয়ে বাড়াবাড়ি’ হিসেবে উল্লেখ করে তা নাকচ করে দিয়েছেন জার্মান চ্যান্সেলর।

এর আগে বুধবার ইউক্রেনের জন্য ভারী ট্যাংক সরবরাহ করার পরিকল্পনা ঘোষণা করে যুক্তরাষ্ট্র এবং জার্মানি। সেসময় চ্যান্সেলর ওলাফ শোলৎজ জানিয়েছিলেন, জার্মানি ইউক্রেনকে ১৪টি লিওপার্ড ২ ট্যাংক দেবে। পার্লামেন্টে তিনি বলেন, তিনি ঠিক সিদ্ধান্তই নিয়েছেন।

অন্যদিকে সেসময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তারা ৩১টি অত্যন্ত শক্তিশালী ও অত্যাধুনিক আব্রামস ট্যাংক ইউক্রেনকে দেবেন। হোয়াইট হাউস থেকে দেওয়া ভাষণে তিনি বলেন, এটাই বিশ্বের সবচেয়ে ভালো ট্যাংক।

ইউক্রেনের উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি মেলনিক পশ্চিমা দেশগুলোকে একটি ‘ফাইটার জেট জোট’ তৈরি করার আহ্বান জানিয়েছেন। তার দাবি, এই জোট ইউক্রেনকে মার্কিন এফ-১৬ এবং এফ-৩৫, ইউরোফাইটার, টর্নেডোস, ফরাসি রাফায়েলস এবং সুইডিশ গ্রিপেন জেট সরবরাহ করবে।

যুক্তরাষ্ট্র বলছে, তারা আগামী বৃহস্পতিবার জেট সরবরাহের বিষয়টি নিয়ে কিয়েভের সঙ্গে ‘খুব সাবধানে’ আলোচনা করবে।

জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক ইউক্রেনের ফ্রিডম টেলিভিশন নেটওয়ার্ককে বলেছেন, ‘রুশ সেনাবাহিনীর প্রধান অস্ত্রকে ঘায়েল করতে তাদের ক্ষেপণাস্ত্রেরও প্রয়োজন।’

তিনি বলেছেন, প্রায় ৩০০ কিলোমিটার পাল্লার মার্কিন তৈরি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের প্রয়োজন ইউক্রেনের। তবে ওয়াশিংটন এখনও পর্যন্ত সেই অস্ত্র দিতে অস্বীকার করেছে।

ট্যাগেসপিগেল-এর সঙ্গে সাক্ষাৎকারে শোলৎজ বলেন, সামরিক জোট ন্যাটো রাশিয়ার সাথে যুদ্ধে লিপ্ত নয়। আর তাই ‘আমরা যুদ্ধে এই ধরনের স্তরে নিতে দেবো না।’ এমনকি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শোলৎজ নিয়মিত কথা বলেন বলেও নিশ্চিত করেছেন জার্মান এই চ্যান্সেলর।

জার্মান চ্যান্সেলর আরো বলেন, ভারী অস্ত্র সরবরাহের পাশাপাশি ইউক্রেনকে আর কীভাবে সহযোগিতা করা যায়, তা ভেবে দেখবে ন্যাটো। জোটের অন্যান্য সদস্য রাষ্ট্রের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি। যদিও কূটনৈতিক উপায়েই সংকট সমাধানের পথ খোঁজা উচিত বলে মন্তব্য ওলাফ শোলৎজের।

সিলেট সমাচার
সিলেট সমাচার