ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৪৩৫

ক্যান্সার জয়ী নববধূ ‘দ্য বোল্ড ইন্ডিয়ান ব্রাইড’!

সিলেট সমাচার

প্রকাশিত: ৫ মার্চ ২০১৯  

বিয়ের দিন সুন্দর করে সাজবেন, এমনটাই ইচ্ছা ছিল বৈষ্ণবী পুভানেদ্রনের। তবে মরণ রোগের দাপটে সেই স্বপ্ন ফিঁকে হয়ে গিয়েছিল। এরপরই ক্রমশ বেরঙিন হতে শুরু করে বৈষ্ণবীর জীবন। তবে ঘুরে দাড়ালেন বৈষ্ণবী। জীবন-মরণের টানাপোড়নেও যে অসুস্থ রুপের প্রেমে পড়া যায়, তা দেখালেন তিনি। বিয়ের টায়রা, কানের দুল আর প্রাণ খোলা হাসিতে ফটোশুট করছেন তিনি। যার নাম ‘দ্য বোল্ড ইন্ডিয়ান ব্রাইড’৷ ক্যান্সার জয়ী এক নববধূর রূপে নিজের ছবি তুলেছেন পিল্লাই৷ যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে নভি ইন্দ্রন পিল্লাই নামে পরিচিত বৈষ্ণবী।

কনের বেশে বৈষ্ণবী

কনের বেশে বৈষ্ণবী

ভারতীয় বংশদ্ভুত বৈষ্ণবী সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ক্যান্সার আক্রান্ত সকলকে মানসিক মনোবল যোগাবে এই ছবিগুলো। নিজেকে শক্তিশালী ভাবতে শেখাবে, নিজের সৌন্দর্য্যের প্রতি আরো ভরসা আসবে। তার মতে, ‘‘ক্যান্সারের চিকিৎসা চলাকালীন সমস্ত সৌন্দর্য্য চলে যায়৷ বিশেষ করে চুল পড়তে শুরু করে, সে কারণেই মনোবল দুর্বল হয়ে পড়ে। বিয়ের দিন নিজেকে সর্বোচ্চ সাজাতে আপ্রাণ চেষ্টা থাকে নারীদের। দেখতে কেমন লাগবে, তা নিয়ে মনে থাকে নানান স্বপ্ন। কিন্তু সেই শুভক্ষণের আগেই যদি মরণ রোগ এসে থাবা বসায় তখন সেই স্বপ্ন নিমেষে মুছে যায় ক্যান্সার রোগীর মন থেকে।”

মরণব্যাধী নিয়েই হাসি মুখে বৈষ্ণবী

মরণব্যাধী নিয়েই হাসি মুখে বৈষ্ণবী

পিল্লাই তার ইনস্ট্রাগ্রামে লিখেছেন, নিজেকে ক্যান্সার মুক্ত ভেবেছিলাম পাঁচ বছর আগে৷ কিন্তু, সেই সুখ বেশি দিন টিকল না। ফের ফিরে এল দুঃস্বপ্ন। তবে এবার তার রুপ আরো মারাত্মক। শুরু হল কেমোথেরাপির যন্ত্রণা। ২০১৮-র ডিসেম্বরে শেষ কেমো নিয়েছি৷ আর পাঁচটা মেয়ের মতো আমার ও স্বপ্ন ছিল বিয়ে হবে, হইহুল্লোড় করে৷ ভালোবাসার মানুষটির সঙ্গে সেই দিনের স্বপ্নও বুনেছিলাম৷ কিন্তু বাঁধা হয়ে দাঁড়াল এই মরণ রোগ।’ 

উচ্ছ্বসিত বৈষ্ণবী

উচ্ছ্বসিত বৈষ্ণবী

তিনি আরো এক পোস্টে লেখেন, “আমি জানি আমি আর সুন্দরী নই, নববধূর মতো সুন্দরী হওয়া এ জন্মে আর হবে না৷ চুল আমাকে যে সৌন্দর্য্য দিয়েছিল, তা আমি হারিয়েছি। কিন্তু তাতে কী, আমি এখন যেরকম, সে রূপকেই মেনে নিয়েছি। আর যেটা দ্রুত গতিতে সমানে আসছে তাকেও স্বাগত জানাতে আমি প্রস্তুত।” লাল টুকটুকে শাড়ি, সবুজ ব্লাউজ, কুন্দনের গয়না, হাতে মেহেদি- সব মিলিয়ে বিয়ের সাজে নিজেকে সাজিয়ে প্রকাশ্যে তুলে ধরেছেন বৈষ্ণবী। এ সবের লক্ষ্য শুধুই মনোবল বাড়ানো। জীবনকে তোলপাড় করে দেয় ক্যানসার, কিন্তু আপনি কীভাবে জীবন কাটাবেন সেই চাবিকাঠি আপনার হাতেই। এমন বার্তাই দিতে চেয়েছেন বৈষ্ণবী।

ক্যান্সার বৈষ্ণবীর মুখের হাসি মলিন করেনি এতটুকুও

ক্যান্সার বৈষ্ণবীর মুখের হাসি মলিন করেনি এতটুকুও

বৈষ্ণবীর মেকআপ ম্যান জানিয়েছেন, তাকে সাজাতে প্রথম চ্যালেঞ্জ ছিল চোখের ওপর ভুরু আঁকা। মারণ রোগের দাপটে একেবারেই নষ্ট হয়ে গিয়েছিল ভ্রু। এরপর টায়রা টিকলি পড়ানো, সুতো দিয়ে বাঁধা হয়েছে গয়না। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হওয়া মাত্রই সকলে বৈষ্ণবীর আরোগ্য কামনা করেছেন। একজন তার ছবিতে মন্তব্য করেছেন, “তুমি শক্তিশালী, তুমি সুন্দরী, আরো শক্তিশালী হয়ে ওঠো”। অন্য আরেকজন লিখেছেন, “আপনার মুখের হাসি পরাজিত করবে মরণ রোগকে”।

সিলেট সমাচার
সিলেট সমাচার