• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের মৃত্যু : পরিবেশমন্ত্রীর শোক যুক্তরাষ্ট্র আরও স্যাংশন দিতে পারে: প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ চোরাকারবারি আটক আসন্ন বিশ্বকাপে যে দলকে চ্যাম্পিয়ন মনে করছেন গাভাস্কার শুরু হলো পঞ্চম সিলেট চলচ্চিত্র উৎসব খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার: আইনমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাঙালির বিশ্ব জয়ের সারথি: ফজিলাতুন নেসা ইন্দিরা
৮৭

রাশিয়ায় কী কারণে সেনা পাঠাচ্ছে চীন?

সিলেট সমাচার

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২  

রাশিয়ায় সেনা পাঠাচ্ছে চীন। ইউক্রেনে ব্যয়বহুল যুদ্ধ সত্ত্বেও দেশের অভ্যন্তরে সামরিক মহড়ার আয়োজন করছে রাশিয়া। এ মহড়ায় অংশ নিতে সেনা পাঠাচ্ছে চীন। এতে ভারত, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান এবং অন্যান্য দেশের সেনারাও থাকবে। খবর রয়টার্সের। 

বুধবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, রাশিয়ায় সেনা মহড়ার সঙ্গে বর্তমান আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।

এর আগে, গত মাসে ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ‘ভস্তোক’ (পূর্ব) প্রতিপাদ্যে সেনা মহড়ার ঘোষণা দিয়েছিল মস্কো। মহড়ায় বিদেশি সেনারা উপস্থিত থাকবে জানালেও রাশিয়া ওই সময় অংশগ্রহণকারী দেশগুলোর নাম জানায়নি।

রয়টার্স জানায়, ইউক্রেনে ব্যয়বহুল যুদ্ধ সত্ত্বেও দেশের অভ্যন্তরে সামরিক মহড়ার আয়োজন করছে রাশিয়া। সর্বশেষ মস্কো এ ধরনের মহড়া চালিয়েছিল ২০১৮ সালে। ওই সময় চীনও মহড়ায় অংশ নেয়।

এদিকে চীন বলছে, চলমান দ্বিপাক্ষিক বার্ষিক সহযোগিতার অংশ হিসেবে তারা রাশিয়ায় মহড়ায় যাচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে ব্যবহারিক এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতা গভীর করাই মহড়ার লক্ষ্য।

সিলেট সমাচার
সিলেট সমাচার