ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৬১

সংঘর্ষ-গ্রেপ্তারের মধ্যেই চলছে ইমরান খানের ‘আজাদি মার্চ’

সিলেট সমাচার

প্রকাশিত: ২৬ মে ২০২২  

সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ফেডারেল রাজধানী ইসলামাবাদের দিকে পিটিআই দলের ‘আজাদী মার্চ’ এগিয়ে নেওয়ার সিদ্ধান্তে পার্টি চেয়ারম্যান ইমরান খান ও তার সহযোগীদের আটক করা হতে পারে বলে জিওটিভির প্রতিবেদনে বলা হয়েছে। 

ইসলামাবাদে প্রবেশের সকল পথ শিপিং কন্টেইনারের সাহায্যে বন্ধ করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে লাহোরের বাট্টি চকে পিটিআইকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করেছে। রণক্ষেত্রে পরিণত হয়েছে লাহোর।

একজন নিরাপত্তা কর্মকর্তা দি নিউজ গণমাধ্যমকে বলেছেন, ইমরান খানের পাকিস্তানের সবচেয়ে ও ঐতিহাসিক এই মিছিলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পিটিআই সূত্র জানিয়েছে, লাহোর থেকে ১৬২ জন পিটিআইকর্মীকে আটক করেছে পুলিশ। 

পুলিশ সাবেক শিক্ষামন্ত্রী সাফখাত মেহমুদের বাড়ি তল্লাশি করেছে। করাচির স্থানীয় পিটিআই নেতা পারভেজ খান সহ পাঁচজন পিটিআই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিয়ে যাওয়া হয়েছে অজ্ঞাত স্থানে। জিওনিউজ জানিয়েছে, পিটিআই সিনেটর ইজাজ চৌধুরী, পাঞ্জাবের সিনিয়র নেতা মিয়া মেহমুদুর রশীদ এবং তার সঙ্গে আরো একজনকে গ্রেপ্তার করেছে। সব বাধা অতিক্রম করেই ইসলামাবাদ পৌঁছার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইমরান খান। 

অন্যদিকে বুধবার সকালে লাহোরে বাটি ও বাট্টি চকে এলাকায় পিটিআইকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হওয়ার ভিডিও টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর পাঞ্জাবে উত্তেজনা শুরু হয়ে যায়। এছাড়া অন্যান্য শহরগুলোতেও পুলিশ কিভাবে মার্চে অংশগ্রহণকারীদের ঝাপিয়ে পড়ছে তার ফুটেজও ব্যাপক প্রচার পাচ্ছে। ডন

পিটিআই থেকে টুইট করে জানানো হয়, লংমার্চের মিছিল প্রথমে সাহধারাতে থেমে গেলেও পরে সেখানে থাকা কন্টেইনার সরিয়ে নেওয়া হয়েছে। নিয়াজি চকেও সব বাধা অতিক্রম করে মিছিল এগিয়ে যাচ্ছে। রাস্তা আটকে দেওয়া কন্টেইনার বাধা পিটিআই কর্মীরা ছুঁড়ে ফেলে দিয়েছে। 

পিটিআইয়ের কেন্দ্রীয় তথ্যসচিব ফাররুখ হাবিব টুইট করে জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মর্দান হয়ে ওয়ালী খান মোটরওয়েতে পৌঁছান। তিনি খাইবার পাখতুন খোয়ার পিটিআই কর্মীদের নেতৃত্ব দিয়ে ইসলামাবাদের দিকে এগুচ্ছেন। 

বুধবার ইসলামাবাদ চিফ কমিশনারকে আজাদী মার্চের জন্য বিকল্প স্থান নির্ধারণের জন্য নির্দেশ দিয়েছে পাকিস্তান সুপ্রিম কোর্ট। ইসলামাবাদ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ শোয়েব শাহীনের করা একটি আবেদনের শুনানিতে তিন বিচারপতির বেঞ্চ থেকে সকল ব্লকেড অপসারণ করার নির্দেশ দিয়েছে। একজন বিচারপতি বলেন, ‘তাদেরকে প্রতিবাদ জানাতে দিন, তারপর তারা বাড়ি চলে যাক।’ 

সিলেট সমাচার
সিলেট সমাচার