ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৬২

আমিরাতে হুতিদের হামলা প্রতিহত করল যুক্তরাষ্ট্র

সিলেট সমাচার

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২  

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

তবে সোমবার দুটি মিসাইল হামলা প্রতিহত করেছে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা-প্যাট্রিয়ট। খবর আনাদোলুর।

সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের শরিক দেশ হিসেবে আছে যুক্তরাষ্ট্র। আবুধাবির পাশেই রয়েছে মার্কিন সামরিকঘাঁটি।

আমিরাতের আল-দাফরা বিমানঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্যাট্রিয়টের সাহায্যে হুতিদের দুটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করে।

মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপটেন বিল আরবার সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান।
   
আল-দাফরা বিমানঘাঁটিতে ২ হাজার মার্কিন সেনাসদস্য রয়েছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতে হামলা বৃদ্ধির ঘোষণা দিয়েছে।

সোমবার হুতি বিদ্রোহীরা আমিরাত ছাড়াও দক্ষিণ সৌদি আরবে মিসাইল হামলা করেছে। এতে ১ বাংলাদেশিসহ দুজন আহত হয়েছেন।

ইরান সমর্থিত হুতিরা আবুধাবিতে অবস্থিত আল দাফরা বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ ছাড়া দুবাইয়ের কিছু গুরুত্বপূর্ণ জায়গাতেও হামলা চালিয়েছে তারা।

এর আগে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালায়। ভয়াবহ ওই হামলায় ভারতের দুই নাগরিকসহ মোট তিনজন নিহত হন।

হামলার পর হুতি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া শরি বলেন, নির্ভুলভাবে লক্ষ্যে হামলা চালিয়েছে আমাদের ড্রোন।

বিদ্রোহীদের এ মুখপাত্র আরও বলেছিলেন, পরে তারা আরও হামলা চালাতে প্রস্তুত রয়েছেন।

এদিকে সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় হুতিদের হামলার নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, হুতি মিলিশিয়ারা ইয়েমেনে দুর্নীতি করছে এবং দেশটির বেসামরিক নাগরিকদের হত্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইরান সমর্থিত গোষ্ঠীর ধারাবাহিক হামলা বন্ধে আন্তর্জাতিক গোষ্ঠীর মনোযোগ আকর্ষণ করে সৌদি আরব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি হুতিদের আগ্রাসনমূলক ব্যবহারের ইতি টানার আহ্বান জানিয়েছে।

বিশ্লেষকরা বলছেন, সৌদি জোটের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হুতিদের স্বার্থে আঘাত হানায় তারা আমিরাতে এমন হামলা চালাচ্ছেন। সাম্প্রতিক হামলায় বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ দেশ আরব আমিরাতের নাজুকতা বেরিয়ে এসেছে বলেও বিশ্লেষকরা মত প্রদান করেন।

সিলেট সমাচার
সিলেট সমাচার