ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
৩৭০

বিশ্বে করোনায় মৃত্যু ৪৯ লাখ ১৯ হাজার ছাড়াল

সিলেট সমাচার

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১  

চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় বাড়ল প্রাণঘাতী ভাইরাসে নতুন সংক্রমিত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড শনাক্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাড়ে চার হাজারের বেশি মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে নতুন করে রোগটিতে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে তিন লাখ ২৫ হাজারে পৌঁছেছে।

এ দিকে সর্বশেষ এক দিনে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। অপর দিকে দৈনিক মৃত্যুতে এখনো শীর্ষে রয়েছে রাশিয়া। আর এরপরই রয়েছে যুক্তরাষ্ট্র-তুরস্ক ও ইরানের নাম। এতে বিশ্বব্যাপী কোভিড সংক্রমিতের সংখ্যা ২৪ কোটি ১৮ লাখের ঘর ছাড়িয়েছে। অন্য দিকে প্রাণহানির সংখ্যাও এরই মধ্যে ৪৯ লাখ ১৯ হাজারে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন চার হাজার ৬৬৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় প্রাণহানির সংখ্যা বেড়েছে প্রায় সাড়ে চারশ। এতে বিশ্বজুড়ে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৯ লাখ ১৯ হাজার ৩৮৮ জনে পৌঁছেছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন তিন লাখ ২৫ হাজার ৬৬৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ল প্রায় ২৫ হাজার। এতে মহামারির শুরু থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত সংক্রমিত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৪ কোটি ১৮ লাখ ৩৮ হাজার ৫৬৪ জনে দাঁড়িয়েছে।

এ দিকে শেষ এক দিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ইংল্যান্ডে। একই সময়ে দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ১৫৬ জন। আর মারা গেছেন ৪৫ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৮৪ লাখ ৯৭ হাজার ৮৬৮ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন এক লাখ ৩৮ হাজার ৬২৯ জন।

শেষ ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার নতুন সংক্রমণ ও প্রাণহানির ঘটনা এক লাফে দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। একই সময়ে দেশটিতে নতুন করে প্রাণঘাতী ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৭৬৮ জন। আর মারা গেছেন ৫৩১ জন। করোনা ভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত চার কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৭৬৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে সাত লাখ ৪৫ হাজার ৭৪০ জন।

অপর দিকে দৈনিক মৃত্যুর তালিকায় এখনো শীর্ষে রয়েছে রাশিয়া। নির্ধারিত শেষ এক দিনে দেশটিতে মৃত্যুবরণ করেছেন ৯৯৮ জন। আর নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৩২৫ জন। এছাড়া মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে ৮০ লাখ ২৭ হাজার ১২ জনে পৌঁছেছে। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে দুই লাখ ২৪ হাজার ৩১০ জনের।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৯৭ জন। আর নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন সাত হাজার ৪৪৬ জন। অপর দিকে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দুই কোটি ১৬ লাখ ৫১ হাজার ৯১০ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ তিন হাজার ৫২১ জনের।

এ দিকে কোভিড আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত। যদিও ভাইরাসটিতে সংক্রমিত হয়ে প্রাণহানির সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। শেষ এক দিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৬৪ জন। আর নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৩৩৮ জন। দেশটিতে মোট সংক্রমিত তিন কোটি ৪০ লাখ ৯৩ হাজার ৩৮৭ জনে দাঁড়িয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে চার লাখ ৫২ হাজার ৪৮৫ জন।

এছাড়া কোভিড আক্রান্ত হয়ে শেষ এক দিনে ইসলামি প্রজাতন্ত্র ইরানে ১৮১ জন, ইউরোপের মুসলিম রাষ্ট্র তুরস্কে ২১৪ জন এবং ইউক্রেনে ১৭৭ জন মৃত্যুবরণ করেছেন। অপর দিকে নির্ধারিত এই সময়ের মধ্যে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে মৃত্যু হয়েছে ৬০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত প্রাণ গেছে দুই লাখ ৮৪ হাজার ৩৮১ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ প্রাণঘাতী ভাইরাসটিকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এর আগে একই বছরের ২০ জানুয়ারি সংস্থাটি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে।

সিলেট সমাচার
সিলেট সমাচার