• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৫ ১৪৩০

  • || ১৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আগামী ১০-১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে জাদু দেখিয়ে বিশ্বজয়, জাদুর কারণেই মর্মান্তিক মৃত্যু! সিলেটে এবার ভোট দিবেন হিজড়াও ফুলশয্যার রাতেই রহস্যজনক মৃত্যু, মিলল ঝুলন্ত লাশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ কোথায় গিয়ে বিয়ে করবেন, জানালেন এই সুপার হিরো স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় মাধবপুরে এক বখাটে আটক
২৬

জুতা খেলেন কারিনা কাপুর!

সিলেট সমাচার

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৩  

বলিউড জগতে এক জনপ্রিয় নাম কারিনা কাপুর। বরাবরই লাইমলাইটে থাকতে পছন্দ করেন কাপুর পরিবারের এই কন্যা। ২০১২ সালে নিজের থেকে প্রায় ১০ বছরের বড় অভিনেতা সাইফ আলী খানকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। অভিনেত্রীর এহেন সিদ্ধান্তের জন্য নেট দুনিয়ায় কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। কিন্তু সেসবে পাত্তা দিতে নারাজ অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে ভীষণ সক্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি নেট মাধ্যমে ঘোরাফেরা করছে তার একটি ভিডিও। আর সেই ভিডিও দেখেই হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। অভিনেত্রীকে ট্রল করার সুযোগ হাতছাড়া করতে চাননি সমালোচকেরা।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে জুতা শুঁকে খাচ্ছেন বলিউড বেবো। আর তার এহেন কাণ্ড দেখে রীতিমতো অবাক অভিনেত্রীর ভক্তরা। মন্তব্যের ঘরে নানারকম প্রশ্ন জুড়ে দিয়েছেন ভক্তরা। একজন লিখেছেন, কারিনা আসলে জুতা খাওয়ারই যোগ্য।

আসলে ঘটনাটা ঠিক কী ঘটেছিল- সে বিষয়ে একটু খোলাসা করে বলা যাক। কারিনা কাপুর যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সেখানে তার সামনে হাজির করা হয়েছিল জুতা সেপের একটি কেক। রাখা হয়েছিল অরিজিনাল জুতাও। সেখান থেকে অভিনেত্রীকে কেক বেছে কাটার কথা বলা হয়েছিল। অনেক ভেবে সঠিকটাই বেছে নেন অভিনেত্রী। তবে কেক খাওয়ার আগে একবার শুঁকে নেন তিনি। আর এতেই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে।

সিলেট সমাচার
সিলেট সমাচার