• শুক্রবার ০৯ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২৫ ১৪৩০

  • || ১৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
আগামী ১০-১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে জাদু দেখিয়ে বিশ্বজয়, জাদুর কারণেই মর্মান্তিক মৃত্যু! সিলেটে এবার ভোট দিবেন হিজড়াও ফুলশয্যার রাতেই রহস্যজনক মৃত্যু, মিলল ঝুলন্ত লাশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২ কোথায় গিয়ে বিয়ে করবেন, জানালেন এই সুপার হিরো স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় মাধবপুরে এক বখাটে আটক
১৪৯৫

কি‌সের অপেক্ষায় রাজ-পরীম‌নি 

সিলেট সমাচার

প্রকাশিত: ৪ আগস্ট ২০২২  

পরীর কল্পনার রঙিন প্রজাপতিটি ছেলে না মেয়ে তা এখনও প্রকাশ করেননি তিনি। এদিকে অনাগত সন্তানের জামাকাপড় দেখে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা নিজেদের মতো করে জানাচ্ছেন মন্তব্য। ‘মাঝে মাঝে আমার মনে হয়, সে আমার ডানা হয়ে আসবে। আমাকে ওড়াতে আসবে। আমি উড়ব, খুব করে একদিন।’

গত ১৮ এপ্রিল নিজের ফেসবুক পেজে এভাবেই নিজের মা হতে যাওয়ার অনুভূতি প্রকাশ করেন ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি।

আর কিছুদিনের মধ্যেই মা হতে যাচ্ছেন তিনি। আয়োজনের সঙ্গে অনাগত সন্তানের আগমনের প্রহর গুনছেন পরী।

স্বামী-রাজের সঙ্গে নতুন অতিথির জন্য করেছেন কেনাকাটা। এরই মধ্যেই সেসবের একঝলক মঙ্গলবার ফেসবুকে প্রকাশ করেন পরী।

এবার সেই কেনাকাটা করতে যাওয়ার ছবিও প্রকাশ করলেন তিনি। বুধবার রাতে আরও কয়েকটি ছবি প্রকাশ করেছেন পরী।

সেখানে দেখা যাচ্ছে, কোনো এক শপিংমলের বেবি জোনে তাদের অনাগত সন্তানের জন্য জামাকাপড়, জুতা-স্যান্ডেলসহ আনুষাঙ্গিক জিনিসপত্র কিনছেন রাজ-পরী।

সেই ছবিগুলোই বুধবার রাতে পোস্ট করে পরী লেখেন, ‘একটা রঙিন প্রজাপতির অপেক্ষায়… আর একটু শপিং।’

তবে পরীর কল্পনার রঙিন প্রজাপতিটি ছেলে না মেয়ে তা এখনও প্রকাশ করেননি তিনি।

এদিকে অনাগত সন্তানের জামাকাপড় দেখে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা নিজেদের মতো করে কেউ লিখেছেন, মেয়ে হবে পরীর, আবার কেউ বলেছেন ছেলে।

সিলেট সমাচার
সিলেট সমাচার