ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৩৬

হল খোলার তারিখ ঘোষণা করল ঢাকা কলেজ

সিলেট সমাচার

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২১  

ঢাকা কলেজে অধ্যয়নরত উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আবাসিক হল খুলে দেওয়া হবে। ওইদিন বিকেল ৩টা থেকে শিক্ষার্থীরা তাদের জন্য বরাদ্দ করা সিটে উঠতে পারবে৷

শনিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ও উপাধ্যক্ষ প্রফেসর এ.টি.এম মইনুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে৷

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে তাদের কলেজ আইডি কার্ডের ফটোকপি এবং আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ ফলাফলের সার্টিফিকেট স্ব-স্ব ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের কাছে জমা দিতে হবে। ২৮ সেপ্টেম্বর শিক্ষার্থীদের নির্ধারিত কক্ষে সিট বরাদ্দ দেওয়া হবে।

এছাড়া একাদশ শ্রেণির ছাত্রদের সিট বরাদ্দের ফলাফল ও ছাত্রাবাসে আবেদনের নিয়মাবলী আগামী ২ সেপ্টেম্বর বিজ্ঞপ্তিতে জানানো হবে। ৩ অক্টোবর থেকে ৬ অক্টোবরের মধ্যে সিট বরাদ্দ করা ছাত্রদের সিটরেন্ট ও আরটি-পিসিআর পরীক্ষার নেগেটিভ ফলাফল ছাত্রাবাসের তত্ত্বাবধায়কের কাছে জমা দিতে হবে। ৭ অক্টোবর এসব শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়া হবে এবং ৮ অক্টোবর বিকেল ৩টা থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে হলে অবস্থান করতে পারবে।

তবে হলে অবস্থানকালে শিক্ষার্থীদেরকে অবশ্যই মাউশি অধিদপ্তর থেকে জারিকৃত ‘কোভিড ১৯ ও ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হোস্টেল খোলা ও পরিচালনা সংক্রান্ত নির্দেশনা’ কঠোরভাবে মেনে চলতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷

ঢাকা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ.টি.এম. মইনুল হোসেন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা হলগুলো খুলে দিচ্ছি ৷ আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। তবে শিক্ষার্থীদের অবশ্যই আরটি-পিসিআর নেগেটিভ ফলাফল জমা দিতে হবে এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে হলে অবস্থান করতে হবে।

তবে অনার্স ও মাস্টার্স শ্রেণির শিক্ষার্থীদের জন্য হল খোলা সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করছে বলে জানিয়েছে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার ৷ এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খোলা সংক্রান্ত নীতিও অনুসরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

সিলেট সমাচার
সিলেট সমাচার