ব্রেকিং:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
  • মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৬ ১৪৩১

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৬

সর্বশেষ:
রমজানে সিলেটসহ সারাদেশে নতুন সময়সূচিতে চলছে অফিস সিলেটে স্ত্রীর সঙ্গে ডিভোর্সের আত্মহত্যা যুবকের! পবিত্র রমজান মাসের মর্যাদা, ইবাদত ও ফজিলত রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় জৈন্তাপুরে বাজার মনিটরিং চুনারুঘাটে দুর্ঘটনায় চাশ্রমিক-সন্তান নিহত অস্ত্রোপচারে দুর্ঘটনার দায় হাসপাতাল ও চিকিৎসকের: স্বাস্থমন্ত্রী হাইতির প্রধানমন্ত্রী হেনরির পদত্যাগ গত ১৫ বছরে দেশের চেহারা বদলে গেছে : এম এ মান্নান এমপি বিএসএমএমইউ’র নতুন উপাচার্য ডা. দীন মোহাম্মদ নূরুল হক রমজানের প্রথম তারাবিতে সিলেটে মুসল্লিদের ঢল রমজানে আবহাওয়া যেমন থাকবে সিলেটে?
১৬৮১

শাবি-সিকৃবির উপাচার্য হতে আলোচনায় যারা

সিলেট সমাচার

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৪  

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য পদত্যাগ করেন। তাদের মধ্যে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন ১০ আগস্ট ও সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা পদত্যাগ করেন গত ২১ আগস্ট।

 

এরপর থেকে এই দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ ফাঁকা। নতুন করে কাদের নিয়োগ দেওয়া হচ্ছে, তা নিয়ে চলছে জল্পনা। শিক্ষকরা বলছেন, কাউকে দায়িত্ব না দেওয়া পর্যন্ত হল খুলে দেওয়া, প্রশাসনিক কার্যক্রম চালু ও ক্লাস-পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। যত দ্রুত সম্ভব উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন। তবে শাবি আগামী সপ্তাহে নতুন উপাচার্য পেতে পারে বলে জানা গেছে।

 

এই দুই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে উপাচার্য নিয়োগ করা হতে পারে এমন গুঞ্জন আছে। যদিও অনেক শিক্ষক চাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া হোক।

 

দুটি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হতে পারেন– এমন অন্তত ১২ শিক্ষকের নাম শোনা যাচ্ছে। তারা বিএনপি ও জামায়াতপন্থি বলে জানা গেছে। তাদের মধ্যে শাবির উপাচার্য পদে পাঁচ শিক্ষকের নাম শোনা যাচ্ছে। তাঁদের মধ্যে আছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক। তিনি শিক্ষকতার পাশাপাশি বিভাগীয় প্রধান ও বিএনপি-জামায়াতপন্থি প্যানেল থেকে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

 

আলোচনায় থাকা আরেকজন হলেন– গণিত বিভাগের প্রধান অধ্যাপক মো. সাজেদুল করিম। বিএনপির শিক্ষক প্যানেলে নেতৃত্ব দিয়ে আসা এই শিক্ষক ডিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক, প্রক্টরসহ নানা পদে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইকবাল, বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক এ জেড এম মঞ্জুর রশিদ ও গণিত বিভাগের অধ্যাপক আশরাফ উদ্দিনের নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে মঞ্জুর রশিদ কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

 

সিকৃবি উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা গত ২১ আগস্ট পদত্যাগ করেন। ওই দিন তাঁর অনুপস্থিতিতে ডিন কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যানিম্যাল ও বায়োমেডিকেল সায়েন্সেস অনুষদের ডিন বিএনপিপন্থি হিসেবে পরিচিত অধ্যাপক মো. ছিদ্দিকুল ইসলামকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রেজিস্ট্রার বদরুল ইসলাম সোয়েবকে ওএসডি করেন। আরও কিছু দপ্তরেও পরিবর্তন আনেন তিনি।

 

শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব শাহীনুল ইসলাম জানিয়েছেন, অধ্যাপক ছিদ্দিকুল ইসলাম আর্থিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। সিকৃবিতে এখনও উপাচার্যের দায়িত্ব কাউকে দেওয়া হয়নি।

 

সিকৃবির নতুন উপাচার্য হওয়ার আলোচনায় আছেন জামায়াতপন্থি শিক্ষক, মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক এটিএম মাহাবুব ইলাহী। বিএনপিপন্থিদের মধ্যে আছেন প্রাণী পুষ্টি বিভাগের অধ্যাপক এমদাদুল হক, পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক এম রাশেদ হাসনাত ও প্যাথলজি বিভাগের ড. মাসুদুর রহমান। এ ছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে ভূমিকা রাখা সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানা এবং কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের অধ্যাপক আসাদুজ্জামান সরকারের নামও শোনা যাচ্ছে।

 

শাবির অধ্যাপক সাজেদুল করিম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ফিরে আনার ওপর জোর দিয়ে গণমাধ্যমকে বলেন, উপাচার্য হওয়ার জন্য তিনি চেষ্টা চালাচ্ছেন না। সে সুযোগও তাঁর নেই। দ্রুত কাউকে দায়িত্ব দেওয়াটাই এখন জরুরি। আগামী সপ্তাহে উপাচার্য নিয়োগ হতে পারে।

সিলেট সমাচার
সিলেট সমাচার