• বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১১ ১৪৩০

  • || ১০ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
জুড়ী পাবলিক লাইব্রেরির যাত্রা শুরু দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারেন্ট জাল জব্দ স্ত্রীর ওপর অভিমান, শিশু সন্তানকে হত্যায় বাবা আটক হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন বঙ্গবন্ধু টানেল উদ্বোধন ২৮ অক্টোবর কোম্পানীগঞ্জে ভারতীয় কাপড়ের বড় চালান জব্দ, আটক ২ খেলাধুলা সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ: প্রধানমন্ত্রী
৪১

এসএসসি পরীক্ষা দেওয়া হলো না হাবিবুরের

সিলেট সমাচার

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

পঞ্চগড়ের সদর উপজেলায় এসএসসির ব্যবহারিক পরীক্ষা দিতে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হাবিবুর রহমান নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার সহপাঠী সামিম ইসলাম মিম।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাবিবুর রহমান সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মিরগড় এলাকার জয়নাল আবেদিনের ছেলে এবং আহত সামিম ইমলাম মিম একই এলাকার বলে জানা গেছে।

জানা যায়, সকাল ১১টার দিকে সহপাঠী সামিম ইসলাম মিমকে নিয়ে মোটরসাকেলযোগে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়। এ সময় যতনপুকুরি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যায়। দ্রুত স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ওসি দুলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার