• শনিবার   ০১ এপ্রিল ২০২৩ ||

  • চৈত্র ১৭ ১৪২৯

  • || ০৯ রমজান ১৪৪৪

সর্বশেষ:
সিলেটে বাবা-মা হত্যায় ছেলের মৃত্যুদণ্ড সিলেট পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত চতুর্থ মেয়াদে নির্বাচিত হবেন শেখ হাসিনা, ব্লুমবার্গের ইঙ্গিত দক্ষিণ সুরমায় বিষপানে ছাত্রীর মৃত্যু সিলেট জালালাবাদ গ্যাসের নতুন এমডি মনজুর আহমদ সুনামগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড মাধবপুরে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মৃত্যু
৬০

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জানুয়ারির বেতন-ভাতা ছাড়

সিলেট সমাচার

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। আটটি চেকের মাধ্যমে বুধবার এ অর্থের চেক নির্ধারিত ব্যাংকে পাঠানো হয়েছে। 

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে এ অর্থ উত্তোলন করতে নির্দেশ দিয়েছে মাউশি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাউশির অধীনস্থ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এতে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের সরকারি অংশের বেতন-ভাতা আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে উত্তোলন করতে পারবেন।

তবে সাধারণ স্কুল-কলেজের জানুয়ারি মাসের বেতন-ভাতা ছাড় দেওয়া হলেও এখনো কারিগরি-মাদরাসা শিক্ষক-কর্মচারীদের অর্থ ছাড় দেওয়া হয়নি। 

প্রতি মাসে এ দুই স্তরের শিক্ষকদের অর্থ পেতে কিছুটা বিলম্ব হয়ে থাকে। সংশ্লিষ্টদের কাছে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার এ স্তরের বেতন-ভাতার অর্থ ছাড় দেওয়া হতে পারে।
 

সিলেট সমাচার
সিলেট সমাচার