• মঙ্গলবার ০৩ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৮ ১৪৩০

  • || ১৭ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
সংসদ সদস্য একেএম শাহজাহান কামালের মৃত্যু : পরিবেশমন্ত্রীর শোক যুক্তরাষ্ট্র আরও স্যাংশন দিতে পারে: প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভারতীয় চিনিসহ চোরাকারবারি আটক আসন্ন বিশ্বকাপে যে দলকে চ্যাম্পিয়ন মনে করছেন গাভাস্কার শুরু হলো পঞ্চম সিলেট চলচ্চিত্র উৎসব খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত রোববার: আইনমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাঙালির বিশ্ব জয়ের সারথি: ফজিলাতুন নেসা ইন্দিরা
১২৩

স্কুল-কলেজে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে দ্রুত জানানোর নির্দেশ

সিলেট সমাচার

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২২  

স্কুল-কলেজে ‘বিপর্যয়, দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত ঘটনা’ ঘটলে তা দ্রুত জানাতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।


সোমবার অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ স্বাক্ষরিত এ নির্দেশনা ওয়েবসাইটে প্রকাশ করেছে মাউশি। এতে শিক্ষা প্রতিষ্ঠানের ‘অনাকাঙ্খিত ঘটনা’ ই-মেইলে জানাতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন বিপর্যয়, দুর্ঘটনা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হচ্ছে; যেগুলো কোনোভাবেই কাম্য নয়। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এ সকল ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট অনেক প্রতিষ্ঠান দ্রুত ও বিস্তারিতভাবে অধিদপ্তরকে অবহিত করে না। ফলে যথাযথ ও সময়মতো ব্যবস্থা গ্রহণ/সহায়তা প্রদান করা অধিদপ্তরের পক্ষে সম্ভব হচ্ছে না।

মাউশি কর্মকর্তারা জানিয়েছেন, সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার তথ্য এলেও অধিদপ্তরকে তা জানানো হচ্ছে না। এসব ঘটনা দ্রুত সমাধান করতেই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

সিলেট সমাচার
সিলেট সমাচার