• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
চলন্ত বাসে চালক-যাত্রীর মধ্যে গোলাগুলি! মাত্র ৩০ সেকেন্ডেই শেষ হয়ে গেল নির্বাচন! কমলগঞ্জে বিশ্ব মা দিবস পালিত প্রাক্তন স্বামীর কাছেই ফিরছেন কারিশমা? শেখ হাসিনার প্রথম সিলেট সফর স্মরণ করে দু’আ মাহফিল চাহিদার তুলনায় জোগান বেশি মৌসুমি ফলের
১৬

মুরগির দাম কেজিতে ৩০-৪০ টাকা কমবে: ডিএনসিআরপি’র ডিজি

সিলেট সমাচার

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৩  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের (ডিএনসিআরপি) মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান জানিয়েছেন, রমজান মাসে খামার থেকে ব্রয়লার মুরগি বিক্রি হবে ১৯০ থেকে ১৯৫ টাকা কেজি। এখন রমজান মাসে ভোক্তা পর্যায়ে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা কমবে বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার কারওয়ান বাজারে ডিএনসিআরপির সম্মেলন কক্ষে ব্যবসায়ী ও খামার মালিকদের সঙ্গে বৈঠক শেষে শফিকুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, কাজী, সিপি, প্যারাগন ও আফতাব খামারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা পোল্ট্রি মুরগির দাম নিয়ে ঐকমত্যে পৌঁছেছি। বর্তমানে খামার থেকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ২২০ থেকে ২৩০ টাকায়। কিন্তু খামার মালিকরা রমজানে খামার থেকে ব্রয়লার মুরগি কেজি ১৯০ থেকে ১৯৫ টাকায় বিক্রি করতে রাজি হয়েছেন।

তিনি বলেন, পাইকারি দাম কমানোর সিদ্ধান্তের প্রভাব ভোক্তাদের পর্যায়ে পড়বে।

সিলেট সমাচার
সিলেট সমাচার